মনে পরে সে জানুয়ারির রাত, অঝোরে বৃষ্টি প্যারিসের রাস্তায়,
মৌলিন রুজের পথে ৮২ বুলেভার্ড ডি ক্লিচির পিগালে,
বৃষ্টিতে নাটকের টিকেট চুপসে গিয়েছিল, তুমি বললে দেখো রাস্তায় সিগন্যালে প্রেমিক যুগলের চুমুতে রেখে আসো উষ্ণতায় ফিরে আসবে।
তাই হয় কি, হ্যা কেন নয়। চলো তবে পুড়ে যাওয়া ইতিহাস থেকে আবারো প্রেমের অঙ্গার খুঁজি। এ সরাইয়ের আলোগুলো মিটমিটে অতচ প্রেমউত্তলা নৃত্য পাক সল্প বসনার স্বপ্নের আড়ালে কত মৃত্যু লিখে রেখেছে কে জানে সে কথা কেউ কি টাঙ্গিয়েছে বিজ্ঞাপনের জায়গায়।
ক্যান ক্যান এর প্রলোভনসিক্ত নাচের উচ্ছলতা আমাদের ডাকছে, আর এ শহরেই জ্যাঁ পল সার্ত্রে উসর অস্তিত্ববাদের কথায় “কারো হাঁটুতে বাঁচার চেয়ে কারো পায়ে মরে যাওয়াই শ্রেয়” জীবন এখান থেকে পেয়েছিল এক সুতনু তরুণীর নিঃশ্বাস।
আমরা দিব্যি বেঁচে আছি চলো ফেরার পথ ধরি,
এত জলদি, আসো সারি সারি ক্যাফে গুলোর ঘ্রাণ নিতে নিতে হাঁটি শ্যার্ল বোদল্যেয়ার কবিতায়
“অনেক অনেকক্ষণ ধরে তোমার চুলের গন্ধ
টেনে নিতে দাও আমার নিশ্বাসের সঙ্গে
আমার সমস্থ মুখ ডুবিয়ে রাখতে দাও তার গভীরতায়
ঝর্নার জলে তৃষ্ণার্তের মত”
যেন প্রথম প্রেমের মত। সঙ্কটে ডোবা এই নান্দনিক রাতের গান এখনো প্রেমিক যুগলের নবীন ঠোঁটের মত আজও উন্নত মৌলিন রুজ ভালোবাসার আবেগে।
জানুয়ারি_২০১০, প্যারিস।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:১৮