কখনো বলিনি রোদ, ভরে তোল প্রতিটি ছায়াকূপ অনিচ্ছার বাণে।
তবুও কে শোনে কার কথা,
তীরে ভিড়েছে তরী একঝাক বুনোহাঁস নিয়ে,
সাদা পালকের দল, কোলাহল জুড়ে জলের ঘর করছে এলোমেলো।
শহরের পথ সুপ্ততাপে আলতা মুছে যায়,
দেখেনি নবীন বৌ, ভাবেনি কখনো এমন ও হয়।
কাঁখের কলসিতে তো কভু চোখের পাপড়ি ডোবেনি,
তবে বুনোহাঁস গুলো কি সত্যি কাঁদার অঙ্কুরে ঘুমিয়ে ছিল।
ডাক নামে ডাকছি, গানের ঝর্ণা তলায়, তাপের প্রেম,
গ্রীষ্ম কথনে গ্রাম ছেড়ে যাচ্ছে নগরে।
আমার হাঁটাপথ ক্রমশ মলিন খামের ঠিকানা হয়ে যাচ্ছে,
ধুলোবালিতে আমার নিঃশ্বাস নষ্ট হয়না, আমি আসব
কেয়ার কাটায় শিষ তুলে, আবারো মায়াপথ ধরে
মৃদু ঢেউ মাখা মোহিনী পুকুর ঘাঁটে কোন এক পূর্ণিমায়।
ছবিঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭