শরতের মৃত্তিকাঃ
দ্বিধান্বিত শঙ্কায় একটি বিতারিত চারাগাছের ঘরে
থমকে আছে গভীর রাতের ডাইনিং টেবিল,
নিঃসঙ্গ খাবারের আড্ডায় কয়েকজন বুনো দিঘীর জেলে,
হাত গুটিয়ে সকাল খোঁজে,
ভোর ভেঙ্গে চৌচির, চৌকাঠে সূর্য আসেনি এখনো।
ব্যাকুল মাঝরাতেঃ
সহস্র রাতের স্রোত
অগাধ প্রতীক্ষায় বিবর্ণ রংগুলো রাত পাখায় পালক হারায়,
খুঁজতে গিয়ে একদল ফড়িং উবে যায়
নিভে যায় কিঞ্চিৎ নাচের লয়।
কুয়াশায় মুড়ে আবারো চাদর ধ্যান
বুনে-কাঁথার অকাল বধে।
বিকল্প নিদ্রায়ঃ
রাত টেনে টেনে মদিরা মোহে,
সঁপছে প্রেম সমাপন রেখার সংকল্পে।
নেশার বাতি এক মুঠো লুকানো সুন্দরতম সত্যে
জপছে শ্লোক ভীষণ উচ্চারণে ইচ্ছের খরতাপে।
আর বেনামী মায়ায় ঘুম ভাঙ্গে
এক চোখে নির্ঘুম নক্ষত্র নিয়ে।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৮