দেশের বাইরে ঘুরে বেড়ানোর কথা আসলেই আমদের সামনে আসে আমেরিকা,কানাডা, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া ইত্যাদি। সব ত একই গথবাধা কাহিনী, একটু ভিন্ন কিছু হোক এবার চলুন ব্যাতিক্রমি একটা জায়গা থেকে ঘুরে আসি।
Torres del Paine চিলির পাতাগোনিয়ান অঞ্চলে অবস্থিত। খাঁড়া পাহাড়, হিমাবহ থেকে নেমে আসা ইলেক্ট্রনিক ব্লু আইসবার্গ ও এর সূর্যের আলোর সোনালী সমতল ভূমির জন্য বিখ্যাত। এর অবস্থান Magellanic subpolar forests এবং Patagonian Steppes এর মধ্যবর্তী অঞ্চলে। Torres del Paine
ন্যাশনাল পার্কটি চিলির সংরক্ষিত বনাঞ্চলের অন্তর্ভুক্ত, যার আয়তন ২৪২,২৪২ হেক্টর। বর্তমানে এটি চিলির পর্যটনের অন্যতম আকর্ষণ গুলির একটি। প্রতি বছর গড়ে দেড় লক্ষ পর্যটক আসে এখানে, যার ৬০ ভাগই বিদেশি। গাড়িতে বা হেঁটে আসার বিভিন্ন রাস্তা রয়েছে এখানে, প্রবেশ দ্বার রয়েছে তিনটি। এখানে রয়েছে বিস্তৃত উপত্যকা, হিমাবহ ও নদী। আরো উপভোগ করতে পারবেন ইকো ক্যাম্পের সুবিধা-একটু ভিন্ন আমেজের অভিজ্ঞতা।
EcoCamp Patagonia - Torres del Pain
EcoCamp is situated in the very heart of Torres del Paine National Park and provides the region’s first fully sustainable accommodation, complete with green technology. You enjoy guided treks and wildlife excursions by day and share evening meals with new friends, before falling asleep gazing up at the star-filled sky through your dome ceiling. Wake up in the middle of the Patagonian wilderness in a cozy geodesic dome, with a panoramic view of the majestic Torres del Paine, ready to pick up the hiking trail!
http://www.ecocamp.travel/
ভিডিও লিংকঃ
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৯