আপনাকে যদি পর্তুগালের আগুয়েদা শহরের প্রধান প্রধান বিপনী বিতানগুলোর রাস্তায় কখনো ঝড় বৃষ্টির কবলে পড়তে হয় তা হলে কোনো ছাতা কেনার প্রয়োজন নেই। কারণ শত শত বিভিন্ন ধরনের ক্যান্ডির রংয়ের বর্ণিল ছাতা ঝুলিয়ে এক নয়নাভিরাম দৃশ্যের অবতারনা করা হয়েছে এই রাস্তা গুলোতে।
এই ইন্সটলেশন Umbrella Sky Project নামে পরিচিত যা স্থানীয় Agitagueda Art Festival এর একটি অংশ, এটি তৈরি করেছে Sextafeira Produções. অবশ্য সারাবছর ব্যাপী থাকেনা তা
পেট্রিসিয়া আলমেডিয়া নামের একজন ফটোগ্রাফার প্রথমবারের মত এর ছবি ক্যামেরা বন্দি করে ফ্লিকারের মাধ্যমে বিশ্বব্যাপী তা ছড়িয়ে দেন। সৃজনশীল এই উদ্যোগ বিশ্বব্যাপী যথেষ্ঠ প্রশংসা কুড়িয়েছে।
এসব দেখি ছাতার হাট বাজার।
২০১২ সালে প্রথমবারের মত এটি করা হয়। যাই হোক সুযোগ পাইলে একবার সময়মত ঢু মারার ইচ্ছা আছে।
ছবি:পেট্রিসিয়া আলমেডিয়া