আমরা যারা ই-মেইল প্রযুক্তি ব্যবহার করি তাদের প্রতিনিয়ত পাসওয়ার্ড নামক শব্দটার সাথে দেখা করতে হয়। যা আমাদের কাছে অনেকটা সিন্দুকের চাবির মত। যে চাবি হারালে আমার একাউন্টের সমস্ত তথ্য ও তত্ব আটকা পড়তে পারে। অথবা আপনার পাসওয়ার্ড চুরি গেলে খোয়া যেতে পারে আপনার একান্ত গোপনীয় বা প্রয়োজনীয় তথ্য। তাই কি ভাবে ইয়াহুতে আপনার পাসওয়ার্ড পরিবর্তণ করবেন? সেটা হয়তো অনেকের কাছেই আহামরি ব্যাপার। কিন্তু এই আহামরি ব্যাপার কিন্তু খুব একটা আহামরি নয়। যারা জানেন তাদের জানার দরকার নেই যারা জানেন না এই পোস্টটা শুধু তাদের জন্য ।
প্রথম পদক্ষেপঃ আপনার ইয়াহু একাউন্ট ওপেন করুন।
২য়ঃ আপনার লোকেশন আইডিতে ক্লিক করুন।
এরপর এডিট মাই ইনফরমেশন এ ক্লিক করুন।
এরপর পুনরায় আপনার পাসওর্য়াড চাইবে।
এবার চেঞ্জ পাসওয়ার্ড আইকনে ক্লিক করুন।
পুরাতন পাসওয়াড দিন।
এর পর নতুন পাসওয়ার্ড দিন। সব শেষে সেভ করে বেরিয়ে আসুন।
আপনার একাউন্ট থাকবে নিরাপদ।
বিঃদ্রঃ পাসওয়ার্ড চুরি গেছে মনে হলে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করে আপনার তথ্যের নিরাপত্তা নিশ্চিত করুন।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩০