আজ বসন্ত বিদীর্ণ করে ফুটেছে যত ফুল
ধান দূর্বায় আছে যত শিশির ভালোবাসা,
নীলজল ভেঙ্গে তুলে আন ছোট শাপলাটা।
স্বরবর্ণের আলোয় বেঁধে দাও কিছু স্বরলিপি
ব্যঞ্জনবর্ণে বিকশিত হোক মিনারের সূর্যটা।
হে সালাম বরকতের শোকার্ত বোন !
পবিত্র প্রভাত স্নিগ্ধতায় মেলে দাও আঁখি
আমার হাতে দাও বেঁধে বর্ণমালার রাখি।