এক নজরে বসুন্ধরা সিটি শপিং মল ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বসুন্ধরা সিটি শপিং মল ২০০৪ ইং সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে অবস্থিত সর্ববৃহৎ শপিং মল।
অবস্থান :
সোনার গাঁ হোটেলের নিকটবর্তী সার্ক ফোয়ারার পশ্চিম দিকের রাস্তা দিয়ে ৫০ গজ এগিয়ে হাতের ডান পাশে বসুন্ধরা সিটি শপিং মল অবস্থিত।
ঠিকানা
বসুন্ধরা সিটি শপিং মল, ১৩/ক/১ পান্থপথ, ঢাকা-১২০৫।
ফোন নম্বর - ৮১৫৮০৩৩-৩৪, ৮১৫৮৬২৩-২৪, ৯১১১৪৪০
ফ্যাক্স- ৮৮০-২-৯১৩৫৪৩৪
ই-মেইল- [email protected]
ওয়েবসাইট- http://www.bashundharagroup.com
সময়সূচী
এই শপিং মলটি সকাল ৯.৩০ মিনিট থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকে।
তবে ফাষ্ট ফুডের দোকানগুলো রাত ১০ টা পর্যন্ত থাকে।
শপিং মলটির সাপ্তাহিক পূর্ণ দিবস বন্ধ মঙ্গলবার এবং অর্ধ দিবস বন্ধ থাকে বুধবার।
শপিং মলের ৮ম তলায় অবস্থিত ষ্টার সিনেপ্লেক্স সপ্তাহে সাতদিনই খোলা থাকে।
শপিং মল ভবন
মার্কেটটি ১০ তলা বিশিষ্ট।
মার্কেটের মধ্যে ২৯০০ টি দোকান রয়েছে।
ব্লক রয়েছে ৪ টি।
এ- ব্লক মার্কেটের দক্ষিণ- পশ্চিম কোণে, বি- ব্লক মার্কেটের পূর্ব-দক্ষিণ কোণে, সি- ব্লক মার্কেটের পূর্ব কোণে, এবং ডি- ব্লক মার্কেটের উত্তর-পশ্চিম কোণে অবস্থিত।
এই শপিং মলে ২ তলা বিশিষ্ট আন্ডার গ্রাউন্ড রয়েছে।
শপিং মলের প্রবেশ পথ
শপিং মলের গ্রাউন্ড ফ্লোরের দক্ষিণ পাশে প্রবেশের জন্য মোট ৩ টি গেইট রয়েছে। পূর্ব ও পশ্চিম পাশে একই মাপের ২ টি এবং মাঝখানে বড় ১ টি গেইট রয়েছে।
এছাড়া শপিং মলের দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম এবং উত্তর পূর্ব দিক দিয়ে আন্ডার গ্রাউন্ডে প্রবেশ করা যায়।
আন্ডার গ্রাউন্ড থেকে ২ টি লিফটের সাহায্যেও শপিং মলের যেকোন ফ্লোরে যাওয়া যায়।
অনুসন্ধান কেন্দ্র
অনুসন্ধান কেন্দ্রটি গ্রাউন্ড ফ্লোরের দক্ষিণ-পূর্ব পাশে অবস্থিত।
এছাড়া পঞ্চম তলায় শপিং মল কর্তৃপক্ষের একটি কাস্টমার কেয়ার পয়েন্ট রয়েছে।
লিফট
বড় লিফট
শপিং মলের মধ্যে ১২ টি বড় লিফট আছে।
প্রতিটি লিফটের ধারণক্ষমতা ২২ জন।
শপিং মলের দক্ষিণ পশ্চিম কোণে ২ টি, পশ্চিম মধ্যস্থানে ২ টি, পশ্চিম-উত্তর কোণে ২ টি, উত্তর-মধ্যস্থানে ২ টি পূর্ব-মধ্যস্থানে ২ টি এবং পূর্ব-দক্ষিণ কোণে ২ টি লিফট আছে।
ক্যাপসুল লিফট
মার্কেটের মধ্যে ৬ টি ক্যাপসুল লিফট আছে।
প্রতিটি লিফটের ধারণক্ষমতা ৮ জন।
শপিং মলের একবারে মাঝখানের পূর্ব ও পশ্চিম পাশে ২ টি করে মোট ৪ টি, দক্ষিণ পশ্চিম পাশের বি-ব্লকে ১ টি এবং দক্ষিণ-পশ্চিম পাশের ‘এ’ ব্লক-এ ১ টি ক্যাপসুল লিফট আছে।
এস্কেলেটর (চলন্ত সিঁড়ি)
এই শপিং মলে ৩ টি এসকেলেটর (চলন্ত সিঁড়ি) আছে।
প্রথম সিঁড়ি আছে ভবনের মধ্যখানে।
দ্বিতীয় সিঁড়ি আছে ব্লক ‘এ’ এবং ব্লক ‘ডি’ এর মধ্যখানে।
তৃতীয় সিঁড়ি আছে ব্লক ‘ বি’ এবং ব্লক ‘সি’ এর মধ্যখানে।
এই এসকেলেটর (চলন্ড সিঁড়ি) গ্রাউন্ড ফ্লোর থেকে ৮ম তলা পর্যন্ত বিস্তৃত।
বুথের সংখ্যা ও অবস্থান
শপিং মলের মধ্যে মোট ৪ টি বুথ আছে।
২য় তলার দক্ষিণ-পশ্চিম পাশের ‘এ’ ব্লকে সোস্যাল ইসলামী ব্যাংকের ১টি, ৩য় তলায় মিউচ্যুয়াল ব্যাংকের ১টি, ৭ম তলায় ‘এ’ এবং ‘ডি’ ব্লকের পূর্ব পাশে ১টি এবং ৮ম তলায় ‘এ’ এবং ‘ডি’ ব্লকে ডাচ্ বাংলা ব্যাংক এর ১টি এটিএম বুথ আছে।
নামাযের স্থান
শপিং মলের ২য় তলার দক্ষিণ-পশ্চিম পাশের ‘এ’ ব্লকে মহিলাদের নামাযের জায়গা আছে।
৬ষ্ঠ তলার দক্ষিণ-পশ্চিম পাশে এ ব্লকে পুরুষদের নামাযের জায়গা আছে।
টয়লেট ব্যবস্থা
প্রত্যেক ফ্লোরে পুরুষের জন্য ৩টি এবং মহিলাদের জন্য ৩টি করে মোট ৬টি টয়লেট আছে।
প্রত্যেক ফ্লোরের এ ব্লকে ২টি, বি ব্লকে ২টি এবং ডি ব্লকে ২টি করে মোট ৬টি টয়লেট আছে।
টয়লেটগুলোতে টিস্যু এবং হ্যান্ড ওয়াশের ব্যবস্থা আছে।
গাড়ি পার্কিং
শপিং মলের গ্রাউন্ট ফ্লোরে ১২০০ টি গাড়ি পার্ক করা যায়।
কার, মাইক্রোবাস এবং জীপ ঘন্টা প্রতি পার্কিং চার্জ ৩০ টাকা।
হোন্ডা সারাদিন ২০ টাকা।
অগ্নি নির্বাপন ব্যবস্থা ও ফায়ার এক্সিট
প্রশিক্ষিত ৫০ জনের ফায়ার ফাইটিং টিম আছে।
পর্যাপ্ত অগ্নি নির্বাপন যন্ত্র আছে।
এ ছাড়াও ফায়ার ইমারজেন্সী এক্সিটের জন্য প্রতি ফ্লোরে ৪টি করে ফায়ার এক্সিট।
নিরাপত্তা ব্যবস্থা
নিরাপত্তার জন্য প্রশিক্ষিত ৪৫০ জন নিরাপত্তা কর্মী আছে।
প্রতি ফ্লোরে পর্যাপ্ত সি সি ক্যামেরা।
আর্চওয়ে মেটাল ডিটেক্টর এবং হ্যান্ড মেটাল ডিটেক্টর।
অন্যান্য
এই শপিং মলে আরো আছে বাচ্চাদের টগি ওয়ার্ল্ড, খেলার জন্য পুল জোন এবং ব্যায়াম করার জন্য জিম।
এই শপিং মলটি কেন্দ্রীয় ভাবে শীতাতাপ নিয়ন্ত্রিত।
লোডশেডিং এর সময় নিজস্ব জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ, শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, লিফট এবং এসকেলেটর চালু রাখা হয়।
পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এই শপিং মলে প্রশিক্ষিত ৩০০ জন পুরুষ ও মহিলা পরিচ্ছন্ন কর্মী রয়েছে।
ব্র্যান্ডের দোকান/শোরুম
ঢাকা তথা বাংলাদেশের সকল ব্র্যান্ড আইটেমের দোকান / শোরুম আছে এই শপিং মলে। এর কোনটি সিঙ্গেল দোকান আবার কোনটি পুরো ব্লকের অর্ধেক নিয়ে গড়ে উঠেছে। কয়েকটি ব্র্যান্ডের দোকান / শোরুম হলো-
ইয়োলো, দোকান # ৫৬-৫৭, ৬৭-৬৮, লেভেল ১, ব্লক- এ, ফোন- ৯১১১৪৪০১ এক্স- ১০১০৫৭।
টাইম জোন, লেভেল ১, ব্লক- এ, ফোন- ৯১১১৪৪০, এক্স- ১০১০০৭, ১০১০০৯।
ইরানিয়ান এম্পোরিয়াম, দোকান # ৩, লেভেল ১, ব্লক- এ, ফোন- ৯১১১৪৪০ এক্স- ১০১০০৪, মোবাইল- ০১৭১১-৫৩৮২৪৩।
স্মার্ট স্কাই শপ, লেভেল ১, ব্লক- ডি, দোকান # ৮১/৯২এ/৯৩/৯৪, ফোন- ৮১৪৪৭৬৯ মোবাইল- ০১৮৪১-১১০০০২।
ওয়ষ্টিন কালেকশন, দোকান# ৬৪-৬৫ / ৭২-৭৩, লেভেল ২, ব্লক- এ, ফোন- ৯১১১৪৪০, এক্স- ১০২০৭৩, ১০২০৬৪।
সেলাই ঘর, দোকান# ৫৭-৫৮ / ৬৯-৭০, লেভেল ২, ব্লক- এ, মোবাইল- ০১৭২০-২৮৫৪৫৬, ০১৬১৭-১৭১০৫৭।
দি রেমন্ড শপ, দোকান# ৫৪, লেভেল ২, ব্লক- বি, ফোন- ৯১২৯৯৮৪।
সিলভার রেইন বাংলাদেশ, দোকান# ২৮-৩০, লেভেল ২, ব্লক- বি, ফোন- ৯১১১৪৪০, এক্স- ২০২০২৮।
হাল মার্ক, দোকান# ২১-২২, লেভেল ২, ব্লক- বি।
অঞ্জনস, দোকান# ১০৮, লেভেল ২, ব্লক- ডি, ফোন- ৮১২৭১৬৪।
ষ্টার টেইলরস, দোকান# ৩৯-৪০, লেভেল ৩, ব্লক- এ, ফোন- ৯১১১৪৪০, এক্স- ১০৩০৪০।
নাইট ড্রিমস, দোকান# ৫৮, লেভেল ৩, ব্লক- বি, মোবাইল- ০১১৯১-২০৯০৮৭।
রাইট লাইফষ্টাইল, দোকান# ৮-৯, লেভেল ৩, ব্লক- সি, মোবাইল- ০১৯২৮-০২৯৬০০।
মায়েস্ত্রো কালেকশন, দোকান# ৬৬-৬৭, লেভেল ৩, ব্লক- ডি, মোবাইল- ০১৭১২-৭৫৬১৭৭।
পারফেক্ট টেক্সটাইল, দোকান# ৪৪-৪৫, লেভেল ৪, ব্লক- এ, মোবাইল- ০১৯১৩-৫৯৪৬১৩।
কম্পিউটার সোর্স, দোকান# ২১,২২,২৩,৩২ ও ৩৩, লেভেল ৫, ব্লক- বি, ফোন- ০২-৯১০৪০১৯, ০২-৯১০৪০২১।
শতরূপা জুয়েলার্স, দোকান# ৫৬,৫৭ ও ৫৮, লেভেল ৫, ব্লক- বি, ফোন- ৮১২১৮৮৪, ৯১১১৪৩৯, এক্স- ২০৫০৫৬, ২০৫০৫৭, ২০৫০৫৮, ফ্যাক্স- ৭৩৯০০২২।
Rangs ইলেক্ট্রনিক্স লিঃ, দোকান# ১৩-৩২, লেভেল ৬, ব্লক- এ,ফোন- ৯১১১৪৪০ এক্স- ১০৬০১৩, মোবাইল- ০১৭৩০-০১৩৫৬২।
দেশী দশ, লেভেল ৭, ব্লক-এ।
ম্যানলিনা, লেভেল ৭, ব্লক-এ।
বাটা বাজার, লেভেল ৭, ব্লক-বি।
মেনজ ক্লাব, লেভেল ৭, ব্লক-বি।
এক্সটাসি, লেভেল ৭, ব্লক-সি।
ইনফিনিটি মেগা মল, লেভেল ৭, ব্লক-সি।
ফ্রিল্যান্ড, লেভেল ৭, ব্লক-ডি।
এপেক্স, লেভেল ৭, ব্লক-ডি।
স্টার সিনেপ্লেক্স
লেভেল ৮ এর ব্লক ‘ডি’ শপিং মলের উত্তর- পশ্চিম কোণে অবস্থিত। ‘ডি’ ব্লকে সিনেমা হল আছে।
ষ্টার সিনেপ্লেক্সে হল সংখা ৩টি।
আসন সংখ্যা ২৫০টি।
প্রতিদিন সকাল ১০.০০ টা থেকে রাত ১০.০০ টা পর্যন্ত সিনেপ্লেক্সটি খোলা থাকে। সিনেপ্লেক্সের ডানদিকে টিকেট কাউন্টার রয়েছে।
প্রিমিয়াম টিকেটের মূল্য ২০০ টাকা (জনপ্রতি) এবং রেগুলার টিকেটের মূল্য ১৫০ টাকা (জনপ্রতি)। সিনেপ্লেক্সের গ্রাউন্ডের ভেতর ফাষ্ট ফুড শপ আছে।
সাপ্তাহিক ও দৈনিক ছবি প্রদর্শনের সময়:
লেভেল ১
বসুন্ধরা শপিং মলের লেভেল-১ এর ৪টি ব্লকে মোট ৩৯২টি দোকান রয়েছে। এর মধ্যে এ-ব্লকে ১২০টি, বি-ব্লকে ৭০টি, সি-ব্লকে ৯১টি এবং ডি-ব্লকে ১১১টি দোকান আছে।
লেভেল-২
বসুন্ধরা শপিং মলের লেভেল-২ এর ৪টি ব্লকে মোট ৫৩৭ টি দোকান রয়েছে। এর মধ্যে এ-ব্লকে ১৬০টি, বি-ব্লকে ২০০টি, সি-ব্লকে ৮৫টি এবং ডি-ব্লকে ৯২টি দোকান আছে।
লেভেল-৩
বসুন্ধরা শপিং মলের লেভেল-৩ –এর ৪টি ব্লকে মোট ৪৫৭ টি দোকান রয়েছে। এর মধ্যে এ-ব্লকে ২০০টি, বি-ব্লকে ৯৫টি, সি-ব্লকে ৮৫টি এবং ডি-ব্লকে ৭৭টি দোকান আছে।
লেভেল-৪
বসুন্ধরা শপিং মলের লেভেল-৪ –এর ৪টি ব্লকে মোট ৪৫০ টি দোকান রয়েছে। এর মধ্যে এ-ব্লকে ১৯৫টি, বি-ব্লকে ৯৬টি, সি-ব্লকে ৮৭টি এবং ডি-ব্লকে ৭২টি দোকান আছে। এই লেভেলের প্রত্যেক ব্লকেই শুধুমাত্র শাড়ী দোকান রয়েছে।
লেভেল-৫
বসুন্ধরা শপিং মলের লেভেল-৫ –এর ৪টি ব্লকে মোট ৪৬১ টি দোকান রয়েছে। এর মধ্যে এ-ব্লকে ২০২টি, বি-ব্লকে ৯৭টি, সি-ব্লকে ৮৩টি এবং ডি-ব্লকে ৭৯টি দোকান আছে।
লেভেল-৬
বসুন্ধরা শপিং মলের লেভেল-৬ –এর ৪টি ব্লকে মোট ২৬৯ টি দোকান রয়েছে। এর মধ্যে এ-ব্লকে ৭৭টি, বি-ব্লকে ৬২টি, সি-ব্লকে ১০০টি এবং ডি-ব্লকে ৩০টি দোকান আছে।
লেভেল-৭
বসুন্ধরা শপিং মলের লেভেল-৭ –এর ৪টি ব্লকে মোট ৯ টি মেগা মল রয়েছে। এর মধ্যে এ-ব্লকে ২টি, বি-ব্লকে ২টি, সি-ব্লকে ২টি এবং ডি-ব্লকে ৩টি মেগা মল আছে।
লোকেশন ম্যাপ(গুগল হতে)
সংগৃহীত।
১৪টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
কমলার জয়ের ক্ষীণ ১টা আলোক রেখা দেখা যাচ্ছে।
এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন