নতুন নকিব সাহেব এই শিরনামে একটি লেখা পোষ্ট করেছেন - আল কুরআনের যে একটিমাত্র আয়াত পাল্টে দেয় ড. মরিস বুকাইলির জীবন
তার পোস্টে গিয়ে আমি নিজের মতামতটি পোস্ট করতে গিয়ে দেখলাম, তিনি আমাকে ব্লক করে রেখেছেন , তাই বাধ্য হয়ে একটা পোস্ট আকারে দিলাম । আমি আমার কমেন্ট লিখতে দেরি করে ছিলাম কারন আমার কাছে একটা শক্তিশালী রেফারেন্স ছিল, যেটা আমি এখন খুজে পাচ্ছি না, তাই দেওয়া হয় নি । সেখানে যেটা বলা হয়েছে --- মরিস বুকাভিল যে ফেরাউনের মমিটিকে ফেরাউন রামসি ২ মনে করছেন , তিনি আসলে সেটা নন । তার মৃর্তু পানিতে ডুবে হয় নি , তার মৃর্তুর কারন বাত রোগ সেটা তার মমি পরিক্ষা করে বাহির করা হয়েছে । এর পরে আমি অন্য সোর্স গুলো ঘেটে দুটো লিংক পেলাম সেটা এখানে উল্লেখ কোরলাম ।
The study in Paris showed that Ramses stood five feet seven inches tall and had red hair. They found battle wounds, arthritis, and a tooth abscess. After his procedure, he was promptly returned to Egypt without any legal trouble.
Click here please
Arthritis
He suffered from dental problems, severe arthritis, and hardening of the arteries and, most likely, died from old age or heart failure. He was known to later Egyptians as the 'Great Ancestor' and many pharaohs would do him the honor of taking his name as their own.
Ramesses II - Ancient History Encyclopedia
Please click here
উপরে যে দুটো লিংক দিলাম , সেখানে কোথাও উল্লেখ করা হয় নি ফেরাউন রামসী ২ ( যাকে রামসী ২ মনে করা হয়েছে ) এর মৃর্তু পানিতে ডুবে হয়েছে । ঐ মমিটির মৃর্তুর কারন যেহেতু পানিতে ডুবে নহে , তাই মরিস বুকাইল সাহেব যাকে ফেরাউন রামসী ২ মনে করেছিলেন, তিনি আসলে রামসী ২ নহেন । নতুন নকিব সাহেব তার লিখাতে ফেরাউন লিখেছেন কিন্তু কোন ফেরাউন সেটা উল্লেখ করেন । সেই সময়ে মিশরের রাজার উপাধী ছিল ফেরাউন এবং ফেরাউনরা কয়েক হাজার বৎসর থেকে ঐ দেশ শাসন করে এসেছে । মিশরের পিরামিডে আরো যে সমস্ত মমি পাওয়া যায় , সেগুলো আগের বিভিন্ন আমলের রাজত্ব করে যাওয়া ফেরাউনদের । ফেরাউন বলতে শুধু হযরত মুশা (আ: ) আমলের রাজাকে বুঝায় না । মোগল সম্রাট বললে শুধু একজন কে বুঝায় না --- বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গির, শাহজাহান, আওরঙ্গজেব সহ সর্ব শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরকে বোঝায় । ঠিক এই ভাবে ফেরাউন বললে কয়েক শত জনের নাম আসবে । ধন্যবাদ