এই শুনেছ...?
--কী?
এই কলেজটা নাকি
এক প্রেমনগর,
চারদিকে ঘোরে শুধু
প্রেমিক প্রবর!
--যা!
--কি বলছো এসব?!
না- না, সত্যিই!
অডিটোরিয়ামের পেছনে যে
কলেজ লাইব্রেরি
সেটাই হচ্ছে
মূল রেজিমেন্ট,
পড়তে কি যাবো
ঢুকতে গেলেই দেখবে
যুগল প্রেমের ডিপার্টমেন্ট।
--মজার ব্যপার তো!
--দেখতে যেতে হয়
যা বলেছো--
কেউ বছর ঘুরেও
পায়না প্রেমের সন্ধান,
আর কেউ দু'বছর পরেই
প্রেম করে বিয়ে,
পেয়ে যায় সন্তান
-- Rubbish!
তৃষিত নয়নে ব্যর্থ প্রেমিক
তাকায় চারদিকে
আলো ঝলোমলো দিন
তারই শোকে হায়
হয়ে যায় ফিঁকে।
--আর কথা পেলে না?
তাই তো বলি প্রেম না ছাই
লেখাপড়া শিকেয়
উঠেছে ভাই
ক্লাস শেষে তাই
তাড়াহুরো করে
পালিয়ে বাড়ি যাই।।
আমারে রুখিবে সাধ্য কার আমি বিপ্লবী সামুর ব্লগার
সেদিন আমার বন্ধু রানা
দাঁত খিঁচিয়ে বললো আমায়
"তুইতো একটা রাম ছাগলের ছানা!"-
অবাক আমি!, রেগে-মেগে
কলারটাকে ঝাঁকি দিয়ে
ভীষণভাবে শাসিয়ে দিয়ে বলি
"কারণটা বল?!, নইলে আমি
তোকে তো ছাড়ছিনা!"
কলারটাকে ঠিক করে সে
বললো আমায় নাক উঁচিয়ে
"অমন করে মানোযোগে
খুঁটিয়ে খুটিঁয়ে বইয়ের মতো
কেউ কখনো ব্লগ পড়ে কি না?!"
তার চেয়ে চল বেড়িয়ে আসি
মজার মজার খাবার খাবি,
পকেট ভরা টাকা নিয়ে
সঙ্গে আছে দানা
ও আমার চাচাত ভাই কিনা।
এবার আমি সুযোগ পেলাম
আঙুল নেড়ে বলেই ফেললাম
"তুইতো একটা গাধার ছানা!
ব্লগ পড়তে করছিস মানা-
দেখনা এতে কী আছে?!
ফুচকা-লাড্ডু সবই আছে।
যা- তা নয়, এযে
সামহোয়্যারইন ব্লগ কি না!
কবিতা (অথবা অ-কবিতা অথবা ছড়া অথবা ছড়িতা) সূত্র:
১. টিন (teen) বয়সের কবিতা
২. ৬ নম্বর নিকে পূর্ব প্রকাশিত।
৩. ২য় কবিতা অথবা অকবিতা অথবা ছড়া অথবা ছড়িতা ২ নম্বর সূত্রে প্রকাশের পূর্বে এডিটেড।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৩