'কোন বিষয় সম্পর্কে ভালোভাবে অবহিত হতে চাইলে তা নিয়ে বই লেখা শুরু করাই ভালো' বেঞ্জামিন ডিজরেইলির এই কথাটা আমার অনেক পছন্দের । আর এই কথার সূত্র ধরেই নিজের ভাষার বানান সম্পর্কে ব্লগ লেখা শুরু করেছি। কারণ একটাই আমার বানান ভুল হয় অনেক বেশি। এর আগেও দুটো পোস্ট দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় এই আয়োজন। এতে কারো উপকারে আসলে কৃতজ্ঞ হবো ।
অনলাইনে অনেক ভুল বানানের প্রচলন ঠেকাতেও এই আয়োজন কাজে আসবে বলে মনে করি। কেননা একই শব্দের ভুল বানান বেশি চালু হয়ে গেলে যারা অনলাইন থেকেই বানানে বেশি সাহায্য নিয়ে থাকেন তারা ভুল বানানটাকেই ঠিক বলে মনে করবেন।
কাজটি করছি নিজের ডায়েরিতে লেখার মতো করে। তাই কখন কোন শব্দের বানান জানতে আগ্রহী হলাম সেই তারিখ এবং সময় ক্রমানুসারে এখানে উল্লেখ করলাম।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩২
------------------------------------------
বিলাশিতা না হয়ে বিলাসিতা হবে।পৃ: ৮৮৫
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩১
------------------------------------------
রিভীউ না হয়ে রিভিউ হবে। (বিদেশী)
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৩
------------------------------------------
আগ্রহউদ্দীপক না হয়ে আগ্রহোদ্দীপক হবে।
আগ্রহ+উদ্দীপক (অকার+উকার=ও-কার। কাজেই হ+উ মিলে হো
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫১
------------------------------------------
১. প্রাতীচ্য না হয়ে প্রতীচ্য হবে। প্রতীচ্য অর্থ হলো পাশ্চাত্য, পশ্চিম দিকের দেশ সংক্রান্ত।
পৃ: ৭৮৩
২. পর্তুগীজ না হয়ে পর্তুগিজ হবে । (বিদেশী)
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৬
------------------------------------------
১. অস্বস্থিকর না হয়ে অস্বস্তিকর হবে। যার অর্থ মনের অশান্তি, অস্বাচ্ছন্দ্য, দৈহিক অচ্ছন্দতা
২. দুঃশ্চিন্তা না হয়ে দুশ্চিন্তা হবে। যার অর্থ দুর্ভাবনা, অশুভচিন্তা, কুচিন্তা, উৎকণ্ঠা (উৎকণ+ঠা) পৃ: ৬১৬
৩. প্রাইমারী হবে না, প্রাইমারি হবে। (বিদেশী)
৪. সেকেন্ডারী হবে না, সেকেন্ডারি হবে । (বিদেশী)
৫. বিষন্নতা (বিষন+নতা) হবে না, বিষণ্নতা (বিষণ+নতা) হবে। পৃ: ৮৮৭
৬. বিভৎস্য হবে না, বীভৎস হবে। পৃ: ৮৯১
৭. ভয়ংকর এই শব্দটি বানানের দিক থেকে ভয়ঙ্কর এবং ভয়ংকর দুটোই দেয়া আছে পৃ: ৯১৮ (তবে শব্দের মধ্যে ক বর্গীয় বর্ণের সাথে ং এর বদলে ঙ সংযুক্ত হয়। আশা করি এব্যাপারে পরবর্তীতে জেনে আরো জানাতে পারবো।)
৮. ব্যাথা না হয়ে ব্যথা হবে। পৃ: ৯০৮
৯. মেমোরী না হয়ে মেমরি হবে ।
১০. সম্ভবনা হবে না, সম্ভাবনা হবে । পৃ: ১১২৮
১১. নিরবিচ্ছিন্নতা হবে না, নিরবচ্ছিন্নতা হবে। পৃ: ৬৮৯
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৬
------------------------------------------
১. বাহীনি না হয়ে বাহিনী হবে। পৃ: ৮৬৪
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৪
------------------------------------------
১. আমার ভাই এর রক্তে রাঙ্গানো ২১ শে ফেব্রুয়ারি। আমি কী ভুলিতে পারি?
এখানে কী এর বদলে কি হবে। কেননা কি দিয়ে "হ্যাঁ" অথবা "না" জবাব হবে ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৮
------------------------------------------
১. সুস্থ্যতা না হয়ে, সুস্থতা হবে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫২
------------------------------------------
১. মৃত্যুদন্ড (ন+ড) না হয়ে মৃত্যুদণ্ড (ণ+ড)
২. second সেকেন্ড (ন+ড),
৩. secondary সেকেন্ডারি (ন+ড) (বিদেশী)
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৩
------------------------------------------
১. ধারনা না হয়ে ধারণা হবে। পৃ: ৪৩৭
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৪
------------------------------------------
১. বাংলা একাডেমী না হয়ে বাংলা একাডেমি হবে ।
২. হুমায়ুন আহমেদ না হয়ে হুমায়ূন আহমেদ হবে।
৩. গন মানুষ না হয়ে গণ মানুষ হবে। পৃ: ৩৩৯
৪. কারন না হয়ে কারণ হবে। পৃ: ২৫৪-২৫৫
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪২
------------------------------------------
১. সমীকরন না হয়ে সমীকরণ হবে। পৃ: ১১২৪
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৩
------------------------------------------
প্রতারনার স্বীকার না হয়ে প্রতারণার শিকার হবে।
১. প্রতারনা না হয়ে প্রতারণা হবে। পৃ: ৭৭৯
২. স্বীকার (মেনে নেয়া) না হয়ে শিকার (আক্রান্ত) হবে। পৃ: ১০৭৯
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৮
------------------------------------------
১. ইংরেজী না হয়ে ইংরেজি হবে। (বিদেশী)
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৪
------------------------------------------
১. শরীক না হয়ে, শরিক হবে [আরবি شريك]
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫২
------------------------------------------
১. নির্বান হবে না, নির্বাণ হবে। পৃ: ৬৯৪
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৩
------------------------------------------
১. দুঃশ্চিন্তা না হয়ে দুশ্চিন্তা হবে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩৯
------------------------------------------
১. আল্পণা না হয়ে আলপনা পৃ: ১২৫
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১১
------------------------------------------
১. দুর-অবস্থা না হয়ে দুরবস্থা হবে। পৃ: ৬১২
কারন না হয়ে কারণ হবে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:২০
------------------------------------------
১. খন্ড না হয়ে খণ্ড হবে। পৃ: ৩০৭
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২১
------------------------------------------
১. শহীদ না হয়ে শহিদ হবে। শহিদ শব্দটি আরবি (বিদেশী) ভাষা থেকে আগত। যেসব শব্দে হ্রস্বইকার এবং দীর্ঘঈকার দুই বানানেরই প্রচলন আছে সেসব শব্দে হ্রস্বইকারকে বেছে নিতে পরামর্শ দেয়া হয়েছে।
২. মূর্তী না হয়ে মূর্তি হবে।
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪০
------------------------------------------
১. চীজ হবে না, চিজ হবে [cheese]
২. বেশিক্ষন হবে না, বেশিক্ষণ হবে [ক্ষণ]
৩. তৈরী হবে না, তৈরি হবে
৪. মিশ্রন হবে না, মিশ্রণ হবে
৫. কস্ট হবে না, কষ্ট হবে
বি.দ্র: এখানে উল্লেখ করা ভুল বানানগুলো ব্লগ থেকে পাওয়া। আমরা অন্যের ভুল বানানগুলো শুধরে দিতে গিয়ে যেন অন্যকে অসম্মান করে না বসি সেদিকে খেয়াল রাখা উচিত।
ফেব্রুয়ারি মাসে বানান নিয়ে আমার চোখে পড়া একাধিক পোস্ট
১. জুলিয়ান সিদ্দিকীর What, Any আর Angle অর্থে বাংলায় কী লিখছেন?
Click This Link
২. সুফিয়ার বাংলা বর্ণমালার কয়েকটি যুক্তবর্ণ এবং তাদের বিশেষ চরিত্রাভিধান Click This Link
৩. আকরাম হোসেন(ইলুসিব ইলুশান) এর পোস্ট যত অবজ্ঞা আর অবহেলা বাংলা বানানে! Click This Link
কৃতজ্ঞতা : যে দু'জন মানুষকে আমি রীতিমতো ট্যাগ করে বানান নিয়ে আমার কৌতুহল মিটাই এবং তাঁরা হাসি মুখে ট্যাগের যন্ত্রণা সহ্য করে আমায় সহযোগিতা করেন তাঁরা হলেন প্রিয় ব্লগার সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এবং প্রিয় ব্লগার জুলিয়ান সিদ্দিকী । আরও একজন নিজে থেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি হলেন ব্লগার আখতারুজ্জামান আজাদ। কৃতজ্ঞ এই মানুষগুলোর কাছে।
"রীতিমতো" বানানটির জন্যে ছন্দামনি (ব্লগার শহুরে কাউয়া) কাছে কৃতজ্ঞ।
প্রিয় ব্লগার সোনাবীজ অথবা ধুলোবালিছাই এর মতে, "সাহিত্যের জন্য শুদ্ধ বানানে লিখতে পারাও লেখকের কৃতিত্বের একটা মানদণ্ড বটে। বানানে অবহেলা নিয়ে কেউ ভালো সাহিত্য সৃষ্টি করতে পারেন না ।" ভালো সাহিত্য লেখক ব্লগে অনেকেই আছেন। যাদের পোস্ট থেকে কোন ব্লগার বা পাঠক ভুল বানান পাবেন না। তাদের অনেকের মধ্যে আজ দু'জনের নাম উল্লেখ করছি। যাদের একজন পোস্টতো বটেই মন্তব্য এবং জবাবেও বানানে থাকেন যথেষ্ট যত্নবান। তিনি ব্লগার ইসহাক খান এবং আরেকজন জনপ্রিয় গল্প লেখক ব্লগার হাসান মাহবুব ।
পরবর্তীতে যদি এই কাজ অব্যাহত রাখতে পারি তবে অন্যদের নামও আসবে পর্যায়ক্রমে।
সহব্লগারদের কাছে অনুরোধ: আপনার পোস্ট ব্লগে প্রকাশ হওয়ার আগে যেমন শব্দের বানান একাধিকবার দেখে নিতে পারেন তেমনি পোস্ট প্রকাশ করার পরও পোস্টের শিরোনাম এবং মূল অংশে বানান ঠিক আছে কি না, সুযোগ পেলেই দেখে নিন। যেহেতু আমার অনেক বানান ভুল হয় তাই আমি নিজেও এই কাজটি করবো ।
ব্লগ কর্তৃপক্ষ (এবং মডারেটর )এর কাছে অনুরোধ : পোস্ট একবার প্রকাশ করার পর এডিট করতে গেলে বার বার your post is not auto saved অপশনটা এসে হাজির হয়। যার কারণে পোস্ট এডিট করাটা কষ্টকর হয়ে উঠে। গুগল এর ব্লগস্পটে যেমন লিখতে থাকলে একটু পরপর অটোসেভ হয়ে যায় ব্লগেও তেমন থাকলে পোস্ট এডিট করা অনেক সহজ হয়ে উঠবে। আশা করি আপনারা এই বিষয়টার দিকে দৃষ্টি দিবেন।
তথ্যসূত্র:
১. বাংলা একাডেমী (একাডেমি) ব্যবহারিক বাংলা অভিধান, পঞ্চদশ পুনর্মুদ্রণ, ২০১২, মূল্য: ৪০০ টাকা হলেও কমিশনে ৩০০ টাকায় পা্ওয়া যাবে। (যে শব্দগুলোর পাশে পৃ. দেয়া আছে তার সবগুলো শব্দ এই অভিধান থেকে দেখে নেয়া হয়েছে)
২ . উইকিপিডিয়া থেকে প্রাপ্ত ঙ এবং ং সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে পদের অন্তস্থিত ম্ স্থানে অনুস্বার (ং) লেখা যাবে৷ যেমন: অহংকার, ভয়ংকর, সংগীত, শুভংকর, হৃদয়ংগম, সংঘটন৷
তবে অঙ্ক, অঙ্গ, আকাঙ্ক্ষা, গঙ্গা, বঙ্গ, লঙ্ঘন, সঙ্গ, সঙ্গী, প্রভৃতি সন্ধিবদ্ধ নয় বলে ঙ স্থানে ং হবে না৷- প্রবেশের তারিখ ৩ মার্চ ২০১৫ এই অংশটির জন্যে সহব্লগার জাফরুল মবীনের কাছে কৃতজ্ঞতা।
৩. বাংলা একাডেমি বাংলা বানান অভিধানটি বাজারে সহজলভ্য নয়। এটি বাংলা একাডেমির বিক্রয়কেন্দ্র থেকে সংগ্রহ করা যেতে পারে।
৪. ছবি: ইন্টারনেট থেকে পাওয়া
একটি সংযুক্তি: বাংলা বানান যাচাইয়ের জন্যে এই সাইটটি দেখা যেতে পারে -প্রবেশের তারিখ ৩ মার্চ ২০১৫। কিছুক্ষণ আগেই এই সাইটির খোঁজ পেলাম। আশা করি শুদ্ধ বানান চর্চায় কাজে আসবে ।
প্রয়োজনবোধে পোস্ট আপডেট হতে পারে।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:৪৩