বছর জুরে মোটামুটি সব পোস্টের শুরুতে এবং শেষে '♣' এই চিহ্নটা দিয়েছি যার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে তিনি সহব্লগার 'সকাল রয়' ।
তার গোছানো ব্লগ দেখেই মুলত নিজের ব্লগের লিঙ্ক এবং পোস্টে এর ব্যবহার করা শুরু করি ।
■ বছরের প্রথমেই ব্লগিংটা খুব আশা নিয়ে শুরু করলেও প্রথম এবং সবচেয়ে বড় ব্যর্থতা ছিল হুমায়ুন আহমেদ কে নিয়ে সহব্লগারদের দারুণ সব লেখা এবং ইমন জুবায়েরএর নিজের লেখার সংকলন নিয়ে অপরবাস্তব বইটি জাতীয় গ্রন্থমেলায় শেষ পর্যন্ত প্রকাশিত হতে পারেনি ।
নারী, সাইকোলজি আর ফটোগ্রাফি এই তিন বিষয়ে গভীর জ্ঞান না থাকলেও আগ্রহ আছে বললেও
■নারী বিষয়ে পোস্ট করেছি মাত্র ৪টি ।
ঋতুপর্ণ ঘোষের সিনেমাগুলোতে নারীর ভাবনাগুলোকে, বাস্তবতায় নারীকে অনেক বেশি বাস্তব করে দেখায় বলেই হয়তো উনার সিনেমাগুলো থেকে কয়েকটার শর্ট রিভিউ লেখার দুঃসাহস দেখিয়েছিলাম ।
তবে ঋতুপর্ণ ঘোষের সিনেমা দেখার শুরুটা হয়েছিল প্রিয় ব্লগার হাসান মাহবুব এর 'দহন' দেখার পরামর্শ থেকে ।
■সাইকোলজি বিষয়ে পুরো বছরে ৩টি পোস্ট দেখা গেলেও সমালোচকের দৃষ্টিতে দেখলে তা মাত্র ১টি ।
■ফটোগ্রাফি নিয়ে পুরো বছরে পোস্ট করেছি মাত্র ৪টি ।
এর মধ্যে কিছু স্মৃতি, ভালোবাসা, মা-মাটির ছোঁয়া থাকলেও
ফটোগ্রাফির বিবর্তন নিয়ে পোস্টটাতে নিজের ফটোগ্রাফির স্মৃতি কিছুটা হলেও ধরে রাখতে সক্ষম হয়েছি ।
■নতুন অবস্থায় নিজে অনেক কিছুই বুঝতাম না । সিনিয়র সহব্লগারদের অনেক সহযোগিতা পেয়েছি । সেজন্যে অবশ্যই অন্তর থেকে কৃতজ্ঞতা থাকবে সবসময়ই ।তারপরও নতুন ব্লগ লিখতে আগ্রহী যারা তাদের জন্যে এবং ওয়াচে থাকাদের জন্যে একটি গাইড লাইন তৈরির চেষ্টা করেছিলাম ।
■পুরো বছরে ৫টি অনুগল্প আর গল্প লিখলেও আমার দ্বারা গল্প লিখা হবে না তা ব্লগের বাঘা বাঘা সব গল্প লিখিয়েদের দেখে বেশ বুঝতে পেরেছি ।
■গত আড়াই বছরের ব্লগিংএ যে সাহস করিনি, ২০১৩তে সেই সাহস দেখিয়েই ৩ টা কয়েক লাইনের লেখাকে 'কবিতা' বলে চালানোর দুঃসাহস করেছি এবং প্রচন্ড বিষ্ময়ে লক্ষ্য করেছি, আমার সহব্লগাররা তাই দারুণভাবে গ্রহণ করেছেন !
■মাতৃভাষার প্রতি আমরা যথেষ্ট আন্তরিক থাকলেও ভাষার লৈখিক ব্যবহারে আমরা অনেকেই খুব সচেতন নই । তাই আমার নিজের সচেতনতা বাড়াতেই শুরু করেছিলাম ভাষা আন্দোলন 'বানান সতর্কতা' আশা করছি আন্দোলনটি চালিয়ে যেতে পারবো । তবে ২০১৩তে আন্দোলনের গতি মাত্র ১টি পোস্টেই সীমাবদ্ধ ছিল ।
■২০১১ সালের জুলাই মাসে ব্লগিং শুরু করার আগে আমার ১টা বইয়ের দ্বিতীয় সংস্করণ বের হয়েছিল । কিন্তু এর পর কোন বই বা আগের বইটারই নতুন কোন সংস্করণ বের করতে পারি নি । যা মোটেই আশা ব্যঞ্জক নয় । তাই চেয়েছিলাম অন্যরা যেনো সহব্লগারদের প্রকাশিত বই দেখে এবং এ থেকে কিছু তথ্য পেয়ে আগ্রহী হয়ে উঠে কাগুজে চেহারায় নিজের লেখাকে দেখতে ।
এবার আসি লেখা থেকে নিজের ব্লগে যেসব সমস্যার সমাধান করতে পারিনি নিজের মতো করে ।
►সার্ভার সমস্যা
সার্ভার সমস্যার কারণে অনেক সময়ই নিজের সুবিধামতো সময়ে ব্লগে লগইন করতে না পারলেও সমস্যাটাকে আমার নিজের সীমাবদ্ধতাই মনে করবো ।
►লাইক বাটন
আমার পোস্টে অনেকেই ইচ্ছে থাকা সত্ত্বেও ভালো লাগা বাটন চাপতে না পারলেও আমি ঠিকই কোন না কোন ভাবে পছন্দের পোস্টে ভালো লাগা বাটন চাপতে পেরেছি ।
এজন্যে অবশ্য সহব্লগার ইখতামিনকে কৃতজ্ঞতা জানাতে হয় ।
►নোটিফিকেশনটা নিজ ব্লগে
আমার জানার সীমাবদ্ধতার কারণে নিজের ব্লগের নোটিফিকেশন বক্সটার কাজ সম্বন্ধে অবহিত হতে পারিনি ।
তাই প্রায়ই মনে হয়েছে, নিজের নোটিফিকেশনগুলো এই বক্সে পেলে খুব ভালো হতো ...আফসোস নিয়েই বছর শেষ করলাম ।
►নিজব্লগের টেমপ্লেটটা
টেকি বিষয়ে জানার সীমাবদ্ধতার কারণে নিজের ব্লগের টেমপ্লেটটা কিভাবে সেট করতে হয়, আজও বুঝলাম না !
►পুরনো পোস্টগুলোতে ছবি !?
আমার পুরনো কিছু ছবি ব্লগ পোস্টে ছবি দেখা যায় না ।
♣ভোজন রসিকদের জন্যে ফুডোগ্রাফি♣
♣বলধা গার্ডেন: যাযাবরের শখের ফটোগ্রাফি♣
বরিষ ধারা মাঝে...-ছবি ব্লগ
বিশেষ যতন করিয়া রবি বাবুর ভক্তকুলের জন্যে সার্ধশত জন্মবার্ষিকীর একখানা উপহার-ছবি ব্লগ
আজ ২৪শে ফেব্রুয়ারি, শুক্রবার ২০১২ বাংলা ব্লগের একটি মিলনমেলায় ব্লগার বন্ধুদের সাথে কিছু সুন্দর সময় সাথে ছবি ব্লগ
আফা/স্যার...ফুল নিবেন?
আজি বাংলাদেশের হৃদয় হতে
ওগুলোকে উদ্ধার না করেই বছর শেষ করলাম ! কষ্টে সত্যিই মন খারাপ লাগছে ।
►মোবাইল ইউজার হিসেবে আমি
মোবাইল থেকে ব্লগিং করার চেষ্টা করেছি কিন্তু পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মতো মোবাইল ইউজার হিসেবে আমি রিপ্লাই বাটন ব্যবহারের সুযোগ পাইনি ।
♥ ২০১৩ এর পুরোটা জুরে অনেককে আর শেষ বেলায় পুরোটা সময় ধরে যাদেরকে মিস করেছি তাদের কয়েকজনের মধ্যে -
উনাদের মধ্যে শুধু মাত্র জুন তার স্বমহিমায় ব্লগিঙ করে যাচ্ছেন আর কালীদাসকে তবু্ও দেখা যায় মাঝে মধ্যে ।
ব্লগার রেজোওয়ানা তার এই নিকে আর লগইন হতে পারছেন না বলে জানিয়ে নতুন নিক নেবার কথা ভাবছেন ।
আমি পারিনি তাদেরকে ব্লগে ফিরিয়ে আনতে ।
►প্রিয়তে রাখা পোস্ট ।
অনেক সময়ই পোস্ট প্রিয়তে রাখি যার মধ্যে কিছু পোস্ট সবসময় সামনে রাখতে চাই ।
কিন্তু প্রথম ২০টা পোস্টের পরে যদি তেমন কোন পোস্ট চলে যায় তবে তা আর সামনে আনতে পারি না ।
জানি না এই সমস্যার সমাধান কিভাবে করবো ।
আমার শোকেসে সামনে থাকা পোস্টগুলো-
১. বর্ষ পরিক্রমা : সামহোয়্যার ইন... ব্লগ' ২০১৩ - *কুনোব্যাঙ*
২. ইদানিংকার শোনা ওমেন ফ্রন্টেড ব্যান্ডগুলোর ফেভারিট কিছু গান - কালীদাস
৩. আয়াতুল কুরসীর ফজিলত - আহমেদ আলিফ
৪. আপনার পিসিতেই আছে; আপনি জানেন কী!? - রামন
৫. CRUX: দক্ষিণের অভিযাত্রীদের পথ প্রদর্শক !!! - *কুনোব্যাঙ*
৬. জেনে নিন দ্রুত ওজন কমানোর উপায়গুলো!! - পথহারা নাবিক
৭. মিথ্যুক দের মিথ্যা ধরতে চান? (১০ টি বৈজ্ঞানিক পদ্ধতি) - বাঁশ আর বাঁশ
৮. সামু ব্লগ ২০১৩ ফুটবল টিম - রৌহান খাঁন
৯. বেগম রোকেয়া ভার্সেস পুরুষতান্ত্রিক মিডিয়া - সাদরিল
১০. কেরিয়ার কাউন্সিলিং বা বেকার বন্ধুদের জন্য ফ্রি উপদেশ (যারা স্বকার তাদের জন্য ও) ........ পর্ব-২ - সোহানী
১১. বাংলাদেশের সর্বাধিক দর্শনীয় স্থানের নামের তালিকা: আপনার প্রিয়তে নিতেই হবে - এম. মিজানুর রহমান সোহেল
১২. সামহোয়্যার ইন... ব্লগঃ শিশুদের জন্য পোষ্ট সমগ্র - এহসান সাবির
১৩. ওরিগামি: কাগজের শিল্প - মাহদী০০৭
১৪. বিজ্ঞাপণে অশ্লীলতা এবং কিছু কথা... - ফরিদ আলম
১৫. লোকসান করে পথে বসছে কৃষক অন্যদিকে সাপ্লায়ের অভাবে কৃষিপণ্যর অগ্নিমূল্য!!...তবে কি দুর্ভিক্ষের পথে দেশ??... - যুবায়ের
১৬. The Wolf Children Ame and Yuki – মুভি রিভিউ - মোঃ আসিফুল হক
১৭. বাংলাদেশের বিভিন্ন থানার ফোন নাম্বার - সংগ্রহে রাখুন। - টেস্টিং সল্ট
১৮.।।. ভার্চুয়াল চিঠি ।। - সুমন কর
১৯. সামু ব্লগার'স ফটো এলবামঃ ব্লগ ডের আগেই চিনে নিন পরিচিত ব্লগারদের ! - অপু তানভীর
২০. 'বিয়ে' শীর্ষক বাণী চিরন্তনী অর্থাৎ Marriage Quotes - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
এর পরের ২০১৩ সালে নেয়া প্রায় ২০০ এর মতো পোস্ট যেগুলোর বাধ্য হয়েই ভাবছি সবগুলোর লিঙ্ক এই পোস্টে একত্রিত করবো প্রয়োজনে কাজে লাগাতে ।
Click This Link
২১. ভিনেগার নিয়ে আকাইম্মা পোস্ট !! - হোদল রাজা
২২. কিভাবে ইংল্যান্ডে কমনওয়েলথ বৃত্তি পাবেন?- বায়স আহমেদ
২৩. হতাশ মানুষকে: যা বলবেন, যা বলবেন না। - ferdous
২৪. অডিও বুক প্রজেক্ট-গল্পের আসরঃ আরণ্যক-দ্বিতীয় পরিচ্ছেদ- অচিন্ত্য
২৫. তিরিশের আগেই করে ফেলুন ৩০টি কাজ - পার্থ বসাক
২৬. পুরুষকে বুঝতে হলে – পর্ব ১ - ডক্টর এক্স
২৭. বিদেশে উচ্চশিক্ষাঃ একটি আত্ম-জিজ্ঞাসা - আদনান সাদেক
২৮. ছাত্র-শিক্ষক সম্পর্ক নিয়ে উপজীব্য সিনেমাগুলো - মাহমুদা সোনিয়া
২৯. অ্যাপোক্যালিপ্স নাও (১৯৭৯) : কপোলার সাইকোম্যাজিক নাকি লৌকিক ম্যাডনেস ! - বোকামন
৩০. বাংলা বানান প্রমিতীকরণের ইতিহাস - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
Click This Link
৩১. ঘৃতকুমারী , অ্যালোভেরা, Aloe Vera ঃ অতি উপকারী উদ্ভিদ - পারাবত
৩২. ভারতবর্ষের প্রথম নারী সুলতান রাজিয়ার উত্থান-পতন - মানব ও মানবতা
৩৩. কৈলাস ধুয়ে পাদদেশ ছুঁয়ে মিশে যাব ব্রহ্মপুত্রে - অদৃশ্য
৩৪. অপাঙ্ক্তেয় অথবা ক্ষণজন্মা - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
৩৫. Fireworks ফটোগ্রাফীর টিপস! – পর্ব ২ - শফিউল আলম চৌধূরী
৩৬. শ্রীকৃষ্ণকীর্তনঃ রাধা-কৃষ্ণের প্রণয়োপখ্যান - এম মশিউর
৩৭. বেলাশেষের দিনগুলি ..... - আহমেদ জী এস
৩৮. অমিতাভ চৌধুরীর কবিতা - আহমেদ আ্লাউদ্দিন
৩৯. অভিশাপঃ কবি/কাজী নজরুল ইসলাম - মোহাম্মদ সাজ্জাদ হোসেন
৪০. তোমার শরীরের ঘ্রান যোজনগন্ধা! - রাইসুল নয়ন
Click This Link
৪১. মা'কে নিয়ে হিজিবিজি - মা, প্রিয় মা আমার - মাসুম আহমদ ১৪
৪২. আলেক্সান্দ্রিয়ার ঘোড়সওয়ারী - নুর ফ্য়জুর রেজা
৪৩. মা :: কাব্য-সংকলন - শাহেদ খান
৪৪. বুকভরা মোর কান্না দিয়ে দিলাম চিঠি লিখে---জং ধরা চিঠি---“প্রিয়তিনী”---(২য় ও শেষ পর্ব) - লেখোয়াড়
৪৫. ঈদ উপলক্ষ্যে ব্লগারদের মাঝে ক্রিকেট ম্যাচ - টুম্পামনি
৪৬. দুষ্প্রাপ্য ১১টি দুর্মূল্য বস্তু - ইমরাজ কবির মুন
৪৭. সুইডিশ মুভি The Hunt: শিশু নির্যাতন, ভিন্ন বাস্তবতা - দারাশিকো
৪৮. সামহোয়্যারইন বিবাহিত বনাম অবিবাহিত ব্লগার সিরিয়াস ক্রিকেট ম্যাচ!! - স্বপ্নবাজ অভি
৪৯. পূজো এবং ঈদের স্পেশাল ফান পোস্ট। - সুমন কর
৫০. পৃথিবীর সব সন্তানকে উদ্দেশ্য করে লিখা মায়ের খোলা চিঠি। - সুমন কর
Click This Link
৫১. বাংলার শোষিত ও বঞ্চিত কৃষকের অধিকার আদায়ে সংগ্রামী কৃষক নেত্রী কমরেড ইলা মিত্রের মৃত্যুদিনে শ্রদ্ধাঞ্জলি- কোবিদ
৫২. স্বনামধন্য ভারতীয় বাঙালি রবীন্দ্রসংগীত শিল্পী ও শিক্ষিকা কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে শুভেচ্ছা - কোবিদ
৫৩. ঈদ ষ্পেশাল: আসুন জেনে নেই গরু-ছাগলের হাটে ব্লগারেরা কি করেন - নেক্সাস
৫৪. সামু যদি ক্লাস রুম হতো তবে... নোমান নমি
৫৫. ঈদ-উল-আযহা ও শারদীয় দুর্গা পূজার আনন্দ সংক্রান্ত পোস্ট সমূহ - কান্ডারি অথর্ব
৫৬. ঈদ স্পেশাল গোপন তথ্যের মেগা সংকলন পোষ্টঃ ফাঁস হয়ে গেল বিভিন্ন ব্লগারদের দুর্লভ সব স্ক্রীন শর্ট। - কাল্পনিক_ভালোবাসা
৫৭. গানঃ চর্যা- ১২ - অচিন্ত্য
৫৮. ব্লগারদের চা পান - হাসান মাহবুব
৫৯. ৩৯টি ব্লগিং অভিজ্ঞতা। সামুতে পঞ্চাশতম পোস্ট।- মাঈনউদ্দিন মইনুল
৬০. ব্লগারস স্যাটেয়ার ড্রামাঃ সামু রাজার দ্যাশে - মামুন রশিদ
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link0
Click This Link
২০১৩ তে...
ভার্চুয়াল আমি :
♦নিজস্ব ব্লগস্পট
♦ফেসবুকে আমি
♦টুইটারে
♦গুগলপ্লাস
♦ফ্লিকারে
পুরো বছর ধরে যারা ভালো বলে, মন্দ বলে পাশে ছিলেন তাদের কে বিশেষভাবে ধন্যবাদ :
'ধন্যবাদ প্রদান করা' আইডিয়ার জন্যে কৃতজ্ঞতা ব্লগার কথক পলাশ।
সেলফ এসেসমেন্ট আইডিয়াটা আমার বরের কাছ থেকে পাওয়া । যদিও সে জানে না আমি এটা ব্লগে এপ্লাই করেছি ।
সামহোয়্যারইন ব্লগ-এর পুরোধা সৈয়দা গুলশান ফেরদৌস জানাকে অসংখ্য ধন্যবাদ জানাই সব সমস্যার পরেও ব্লগিং করার সুযোগটা পাচ্ছি বলে ।
২০১৩ নিয়ে সেলফ এসেসমেন্ট শুধু ব্লগে নয়, ব্যক্তিগত জীবনে এবং পেশাগত জীবনেও করবো ভাবছি ।
█ ওয়াচে থাকা সহব্লগাররা নিজেদের মতামত জানাতে পারবেন গ্রুপ ব্লগিং এর এই পোস্টে
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ।।