সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করছি । একজন স্বপ্ন দেখতে, আশায় জাগতে ভালোবাসা মানুষের জীবনের ফটোগ্রাফির বিবর্তনের ইতিহাস ।
প্রথমেই বলে রাখি , 'ফটোগ্রাফ' শব্দটা বিদেশী হওয়ায় তাতে 'ফটোগ্রাফী' যে লেখা হয়, তা ভুল । বরং শুদ্ধ বানান হবে 'ফটোগ্রাফি' ।
সূত্র : ♣বানান সতর্কতাঃ "হ্রস্ব ইকার এবং দীর্ঘ ঈকার"♣
হেনরি কার্টিয়ের ব্রেসন বলেছেন “আপনার প্রথম ১০,০০০ ছবি হলো আপনার তোলা সবচেয়ে খারাপ ছবি।”
মোহাম্মদ মনিরুজ্জামানের মতে, তা এই ডিজিটাল যুগে ১০ গুন বা ১০০ গুণ বাড়িয়ে দেয়া উচিত !
মানুষ কেন ফটো তোলে ? এর হরেক রকম কারণ থাকতে পারে । আমার কাছে মনে হয়, ফটোগ্রাফি পরবর্তী সময় গুলোতে ভ্রমণের স্মৃতিকে আনন্দময় করে রাখে ।
ব্লগে যারা ফটো ব্লগ হিসেবে বিভিন্ন ছবি শেয়ার করে থাকেন, তাতে আমরা বিশ্বের অনেক স্থানে না যেয়েও সহব্লগারদের কল্যাণে জেনে নিতে পারছি ছবি, তথ্য সহ বিভিন্ন খবর ।
দেশের অনেক না দেখা, বা দেখার মতো করে না দেখা অনেক কিছুই আমাদের চোখের আড়ালে ।
এদের মধ্যে আমাদের বতুতা ব্লগার জুন, মুহাম্মদ জহিরুল ইসলাম, দারাশিকো, কাউছার রুশো, গোর্কি, ইচ্ছের ঘুড়ি, সাদা মনের মানুষ, সাজিদ ঢাকা, সৌম্য সহ আরো অনেকেই আছেন ।
কিছুদিন আগে ব্লগে একটা পোস্ট চোখে পড়েছিল... গুগুলে Bangladesh লিখে সাচ` দিয়েছেন কখনো? _ একটা পরিবত`ন দরকার..সবাই চাইলেই বিশ্বকে রুপসী বাংলা দেখাতে পারি তারপর থেকে ফটোগ্রাফির নেশাটা ওই দিকে মোড় নিয়েছে ।
তাই ঠিক করেছি, পাবলিকলি যতো ছবি শেয়ার করবো, সেসবের নামের শুরুতে বাংলাদেশ রাখবো । আমার এই পোস্টের নিজের তোলা ছবিগুলোতে তাই করেছি ।
এতে এমন হতে পারে, 'Bangladesh' লিখে সার্চ দিলে এর কিছু ভালো ইমেজ দর্শকের সামনে চলে আসবে ।
আরো সহজ ভালো কোন পন্থা জানা থাকলে শেয়ার করতে পারেন ।
এবার আসি একজন ফটোতোলক থেকে হাতুড়ে ফটোগ্রাফারের বিবর্তনের কথায়
আমার জীবনের প্রথম ক্যামেরা । স্কুলের শেষের দিকে পরিবারের আপনজনের দেয়া উপহার বা বলা যায় পুরষ্কার হিসেবে পেয়েছিলাম ।
এটা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কিনেছিলাম ।
প্রথম আর দ্বিতীয় ক্যামেরাতে ফিল্ম ভরে নিয়ে ছবি তুলতে হতো ।
সেই সময়গুলোতে অনেক টাকা খরচ করা হয়ে যেত ছবি তুলতে আর ওয়াশ করাতে । তবে মজার বিষয় হচ্ছে, সেই সময়গুলোতে নিজের চেহারার ছবি তুলতেই পছন্দ করতাম বেশি ।
প্রিন্টের ব্যাপারে প্রথমে বুঝতামনা । ফলে প্রথমদিকে সবসময় glossy পেপারে প্রিন্ট করাতাম । কিন্তু অন্যদের কাছ থেকে জানলাম ম্যাট পেপারে প্রিন্ট বেশি ভালো আসে । আমার কাছে অন্তত বেশি ভালো লাগতো ।
স্মৃতি হিসেবে এখনও অনেকগুলো ফিল্ম রেখে দিয়েছি ।
ব্লগিং-এর শুরুর দিকে এই ক্যামেরাটা ছিল ।
এই ক্যামেরা দিয়ে তোলা একটা ছবি ।
স্থান: নারায়নগঞ্জ, রূপগঞ্জ ।
নোকিয়ার এই মোবাইলটা কিনেছিলাম মূলত, ছবি তোলার জন্যে এবং ব্লগিং করার জন্যে । কারণ এই মোবাইলে বাংলা লেখা যায় ।
টেকি বিষয়গুলো মোটেও বুঝি না । কোন সহব্লগারের পরামর্শে কম্পিউটারে 'পেইন্ট' থেকে প্রাথমিক এডিটের কাজ চালাতাম ।
পরে ফেসবুকে জুপিটার জয়প্রকাশ Microsoft Office Picture Manager এর খোঁজ দেয় । পরের এডিটের কাজ গুলো 'পেইন্ট' আর পিকচার ম্যানজোর দিয়ে সেরেছি ।
ভালো ছবি তোলা যায় এমন একটা মোবাইল কেনার বড্ড শখ হওয়াতে এক সহব্লগার পরামর্শ দিয়েছিল বিশেষ একটা স্মার্ট ফোনের । সেটা না পেয়ে তার পরামর্শেই কিনলাম নোকিয়া ৭০০ ।
বলে রাখা প্রয়োজন যে, এক সহব্লগার ছবি এডিটের জন্যে আমাকে Photoscape নামের একটা সফ্ট্ওয়্যারের খোঁজ দিয়ে আমাকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন । যা দিয়ে আমি প্রয়োজনীয় অনেক কাজ করতে পারছি । আমার মতো আনাড়ীদের এই সফ্ট্ওয়্যার দারুণ কাজের জিনিস ।
নোকিয়া ৭০০ দিয়ে তোলা ছবি:
HEROES LIVE FOREVER
ক্যান্টনমেন্ট থানায় অবস্থিত, মাটিকাটা তিন রাস্তার মোড়ে অবস্থিত এই স্থাপত্ব্যতের কোন নাম পাইনি ।
একটা DSLR এর শখ অনেকদিনের ছিল, কিন্তু আত্নবিশ্বাসের অভাব থাকায় কেনার সাহস পাইনি এতোদিন ।
এক শুভাকাঙক্ষী সহব্লগারের পরামর্শ আর সহযোগিতায় শেষ পর্যন্ত কিনেই ফেললাম সাধের ক্যামেরা ।
মডেল:Canon EOS Rebel T3
নতুন ক্যামেরা দিয়ে রাস্তায় চলন্ত অবস্থায় এই ছবিটি তুলেছি ।
ফটোগ্রাফি নিয়ে কিছু শিক্ষণীয় পোস্ট /ব্লগ
■ শিক্ষক ডট কম-এর ফটোগ্রাফির ক্লাস
■ ছবি ব্লগ: ফটোগ্রাফির ইতিহাসে যা কিছু প্রথম- রোবান মাহমুদ
■ ফটোগ্রাফি রিলেটেড সকল পোস্টের সংকলন যা সপ্তাহে সপ্তাহে এডিট করা হয় - সাইকোপ্যাথ
■ জীবনানন্দ দাশ এর ছায়ার এক্সপেরিমেন্টাল ফটোগ্রাফি
■ দেশী এবং আন্তর্জাতিক ফটোগ্রাফির প্রতিযোগিতার খবর জানতে - রিপেনডিল
■ ফটোগ্রাফি শেখা -ওরাকল
■ ফায়ার্ওয়ার্কস ফটোগ্রাফি -ক্যামেরাম্যান
■ রিভার্স ম্যাক্রো টেকনিক - ভয়ংকর বোকা
■ ২০১২ সালের আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সেরা ২৫ টি ফটোগ্রাফী - ফটোগ্রাফারদের জন্যে অনুপ্রেরণা জাগাতে এই পোস্টটি বিশেষ ভাবে দেখতে পারেন - সঞ্জয় নিপু
■ ফটোগ্রাফি শিখতে চাইলে শিষ্যত্ব নিতে পারেন এই ব্লগারের - পাঙ্খাবাবা
খোঁজ করলে হয়তো আরো অনেক দারুণ দারুণ পোস্ট পা্ওয়া যেতে পারে ...আমি খুব অল্পসময়ে এই কয়টা পোস্ট দেখেছি ।
●ফেসবুকে ফটোগ্রাফি
●ফ্লিকারে ফটোগ্রাফি
বিশেষ কৃতজ্ঞতা :দূর্যোধন , ভয়ংকর বোকা, শামীম শরীফ সুষম
তথ্য :
ছবি : ক্যামেরা আর মোবাইলের ছবি গুলো স্মৃতি হাতড়ে ইন্টারনেট থেকে নেয়া । প্রথম ফুলের ছবিটি আমার নতুন ক্যামেরায় তোলা আর ব্রীজের ছবিটি আমার নিজের কোন মোবাইলের তোলা খুব ভালো করে মনে করতে পারি নি , তবে যতদূর মনে পরে এক্স টু-র তোলা ।