একটা ঘটনা বা মিথ
এক এলাকায় একবার প্রচন্ড খরা শুরু হোলো, জনপ্রাণীর হাস ফাস অবস্থা। মাঠ শুকিয়ে চৌচির, খাল বিলে পানি নাই। এলাকার মুরুব্বিরা মিলে কি করা যায় ভাবতে লাগলো, সিদ্ধান্ত নিলো যে বৃষ্টির জন্য নামাজ পড়ার।
নির্ধারিত দিনে সবাই কাছের মাঠে জড়ো হলো নামাজের জন্য।
এক ছোট বাচ্চা তার দাদার হাত ধরে হাজির হোলো ময়দানে। ছোট বাচ্চাটা একটা কাজ করলো যা উপস্থিত আর কেউ করেনি।
ইমাম সাহেব নামাজে দাড়ালেন, নামাজ শেষ হোলো , মুনাজাত শেষ হতে না হতেই অঝোরে বৃষ্টি শুরু হলো। সবাই পড়িমড়ি করে যে যার মত ছুট লাগালো বৃষ্টি থেকে বাচার জন্য।
আশেপাশের সবাই দেখলো ছোট বাচ্চাটা তার ছাতা মাথায় দিয়ে আস্তে আস্তে হেটে আসতে লাগলো।
ইমাম সাহেব বুঝলেন, এই বৃষ্টি শুধু আল্লাহর প্রতি এই ছেলেটার বিশ্বাস আর নির্ভরতার জন্যই এসেছে। ছোট মন বিশ্বাস করেছে, আজ নামাজের পরে বৃষ্টি হবেই, তাই সে সাথে করে ছাতা এনেছে, আর সবাই বৃষ্টির জন্য নামাজ পড়লেও কেউ বিশ্বাস করতে পারেনি যে বৃষ্টি হবেই, তাই ছাতা আনার প্রয়োজন মনে করেনি।
আমাদের দৈনন্দিন জীবনের ইবাদত প্রার্থনার রুপও এই লোকগুলার মতন, আমরা যা করি তা মন থেকে করি না। কাজেই আমাদের উচিত হবে মন দিয়ে দোয়া করা, তাতে নিকটজন সহ সব মাখলুককেই শামিল করা, ভালো কাজ নিজের দিকেই প্রত্যাবর্তন করে।
আল্লাহ সুবহানাহু তায়ালার সুন্নাত হলো, তিনি সব নেক প্রার্থনাই কবুল করেন (কিছু এ দুনিয়ায়, আর বাকি পরকালে, সেই মহা মুসিবতের দিন এই ছোট ছোট প্রার্থনা গুলোই আমাদের বাচার উছিলা হবে আর সিদ্ধান্ত নেবার ব্যপারে আল্লাহ সুবহানাহুতায়ালা মহাপরাক্রান্ত, মুখাপেক্ষীহীন)