আমাকে যদি কেউ জিজ্ঞেস করে প্রিয় মানুষটাকে কি উপহার দেব?
আমি দুটো জিনিস দিতে বলি- এক বই অন্যটি গাছ।
পৃথিবীতে গাছ ও বই এ দুটো উপহারের বিকল্প নেই।
সামনে বর্ষাকাল, আমরা পরিচিত মানুষকে গাছ উপহার দিয়ে পারষ্পরিক সৌজন্যতা বিনিময় করতে পারি। আপনার দেওয়া গাছ একদিন পত্র পল্লবে বিকশিত হয়ে ফল দিবে, আশ্রয় দিবে, দিবে ছায়া। নগরায়ন-শিল্পায়নের এ সময়ে বেশি বেশি করে গাছ লাগানো প্রত্যেকেরই একান্ত দায়িত্ব। যদিও ইট কাঠের ব্যস্ত নগরী ধীরে ধীরে মরুভূমি হয়ে যাচ্ছে, জায়গানো পেলে আমরা রাস্তার ধারে, পার্কে কিংবা নদীর কূলে গাছ লাগাতে পারি। আমাদের উত্তরসূরীদের বাসযোগ্য পৃথিবী দিয়ে যেতে চাইলে গাছের বিকল্প অন্য কিছুই হতে পারে না।
বর্ষার রিমঝিম বৃষ্টিতে অবসর সময়ে প্রিয় মানুষকে বই উপহার দিন, একটা ভালো বই একটা মানুষকে নতুন পৃথিবীর সন্ধান দিবে।
আসুন কম খরচে শ্রেষ্ঠ উপহার দুটো তুলে দিই বর্ষার আগে। ভালো থাকুন সবাই।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৯