বুড়োদের দেশ আমাদের বাংলাদেশ। শুনতে খারাপ লাগছে। কিছুই করার নেই, আমি এটাই দেখে আসছি যেদিন থেকে বুঝতে শিখেছি। চাকুরি-বাকরি, লেখালেখি, ইচ্ছা-অনিচ্ছা, আদেশ-উপদেশ সবকিছু চুল না পাকলে মূল্যায়ন করা হয়না। নিজের বই প্রকাশে একজন ভুক্তভোগী হিসেবে দেখেছি, কতটা তাচ্ছিল্যে করে বুড়োরা নতুন লেখক-লেখিকাদের।
অল্প বয়সে বই প্রকাশ হয়তো অনেকের চোখে দৃষ্টিকটু! কিন্তু যিনি পকেটের পয়সা খরচ করে বা টিউশনির টাকা জমিয়ে বই প্রকাশ করেন,তারপর, তারপর ঐ বই হাতে পান। তিনিই প্রথম সন্তানের স্বাদ পান। বাবা হওয়ার আগে কে না চায় সন্তান জন্ম দিতে, যেই সন্তান জন্মের পর থেকে ভালো মানুষ গড়ার কাজ করবে।
হ্যাঁ, বন্ধুরা! আমিও একদিন চেয়েছিলাম এবং আবেগের বশে বইও প্রকাশ করলাম।
তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ বুড়োদের খপ্পরে পড়ে বই প্রকাশের কোন দরকার নেই।
আর আপনি যদি চান ২০১৫ একুশে বই মেলায় বই প্রকাশ করবেন, তাহলে আমার সাহায্যে নিতে পারেন, খুব কম খরচে (শুধু বই প্রকাশের খরচ) আপনার হাতে তুলে দেব“প্রথম সন্তান”
যোগাযোগের ঠিকানাঃ-বাংলার বিবেক, চট্টগ্রাম-৪২১৩;মুঠোফোনঃ ০১৮৪০৬৭৫৪২৭