শিশু-কিশোর মাসিক সাময়িকী “কিশোর শিখা” । আজকাল সবাই বড় বড় সাহিত্য রচনা করে! যেখানে অনুজদের স্থান নাই। কবিতা ও গল্পে শব্দের গাঁথুনী শিশু কিশোরেরা ঠিক বুঝে উঠতে পারে না আদৌ লেখাটি তার পড়ার উপযোগী কিনা! অপরদিকে দৈনিক, সাপ্তাহিক পত্রিকা খুন, দুর্নীতি, অপরাজনীতির ধারাবাহিক সিরিয়ালে এহেন পত্রিকা শিশু কিশোরদের নাগালের বাইরেই রয়ে যায় বা বাধ্য হয়ে রাখতেই হয়।
উপরন্তু দেশে বেশ কয়েকটি কিশোর পত্রকিা আছে। বিশেষ করে কিশোর আলো, কিশোর কন্ঠ ইত্যাদি। যদিও তা সংখ্যায় অপ্রতুল।
আমরা (যারা) স্বপ্ন দেখি একদিন ঠিকই বাংলাদেশ এ গ্রহের উজ্জ্বল নক্ষত্র রূপে বিশ্ব মানচিত্রে প্রস্ফুটিত হবে এ মোদের বিশ্বাস ও শপথ। সেই দিনের কান্ডারী যারাই হবে তাদের জন্য আমাদের কিছু করে যাওয়া বলে আমি মনে করি।
তাই আপনাদের(লেখক-লেখিকা) সহযোগীতা, বস্তুনিষ্ঠ পরামর্শ ও গঠণমূলক সমালোচনা চাই।
আপনার সৃজনী লেখায় সমৃদ্ধ হোক কিশোর শিখা, এই প্রত্যাশা।
লেখা পাঠানোর ঠিকানা: [email protected]
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৪