১)
হে আমার দেশ, হে আমার মুক্ত তারুণ্যে
তুমি প্রাণবন্ত হয়ে ওঠো
তুমি কত-না বিরাট জাতি
তুমি কত-না উদার মহীয়ান
তুমি কত-না মুক্তিযোদ্ধার জন্মদাতা
তোমার উর্বর গর্ভে আবার জন্ম দাও মহানপুরুষ
বাঁচাও অগ্নিকুন্ড থেকে, বাঁচাও হতাশার বৃন্ত থেকে
তুমি কি দ্যাখছো এইসব
তোমার সন্তানেরা আজ অসহায় রাজনীতির যন্ত্রণায়।
২)
নীচে নামা আমার স্বভাবের সাথে যায়নি কখনো তাই নারী-পুরুষ-হিজড়া নগ্ন প্রকারভেদ সর্মথন করিনা।
যে নারীর গর্ভে আজকের আমি জন্মেছিলাম, পৃথিবীর আলো বাতাসে ঋদ্ধ হচ্ছি প্রতিনিয়ত, সেই নারী জাতকে কটাক্ষ্য করার সাধ্য আমার নেই।
আবার জৈবিক চাহিদা নেই বলে কাউকে অবজ্ঞা বা ঘৃণা করে সমাজের নীচুস্তরের প্রাণী ভাবা কিম্বা করুণা করা, বিবেকে বাঁধে আমার।
৩)
সৃষ্টির পর থেকে স্রষ্টাকে খুঁজছি আমি..............
৪)
পৃথিবী বদলে গেছে অনেকখানি শুধু বদলায়নি আমি.......