বিভিন্ন অদ্ভূত, কিম্ভূত ও তদ্ভূত টাইপের মানুষও ফেসবুকে আইডি খোলে। তাদের কমেন্ট , মেসেজ , ওয়াল পোস্ট বিচিত্রতায় ভরা। বিশেষ করে মেয়েদের ওয়ালে, ছবির নিচের কমেন্টগুলো পড়তে গেলে আপনি হতবাক হয়ে যাবেন, দাত খুলে আস্তে চাইবে, বারবার জ্ঞান হারাতে ইচ্ছা করবে, হাস্তে হাস্তে চেয়ার, টেবিল, বিছানা, কমোড অথবা ক্লাসের বেঞ্চ ( যে যেখানে আছেন) থেকে পড়ে যেতে ইচ্ছা করবে। সেসব মজাদার, হাস্যকর, যন্ত্রনাদায়ক , কুতুকুতু মার্কা লেখাগুলো সবার সামনে ফাস করতে এল ফেসবুক লিক্স বা ফুইকিলিক্স। উইকিলিক্সের চেয়ে কোন অংশে কম না, বরং কিছু বেশি। আপনিও আপনার চোখে মজার কমেন্ট, ছবি বা হাবিজাবি শেয়ার করতে পারেন। হতে পারেন ফুইকিলিক্সের একজন গর্বিত কর্মী (কর্মীদের বেতন দেয়া হয় না )

দয়া-মায়াহীনঃ এখানে প্রকাশিত সকল ছবি বাস্তব । কারো সাথে মিলে গেলে তা কাকতাল মনে করা যাবে না। কেউ তার কোন ভুলের ছবি দেখে মনে দুঃখ - কষ্ট পেলে নিজ দ্বায়িত্তে পাবেন। চোখে পানি আসলে টিসু সরবরাহের দ্বায়িত্ত এডমিনের নয়।
কিছু নমুনা







এইরকম আরও পেতে এবং নিজের গুলো যোগ করতে চাইলে লাইক দিতে পারেন। দিলে ভাল, না দিলে আরও ভাল
ফেসবুক লিক্সঃ গ্রান্ডফাদার অফ উইকিলিক্স