আজকে সকালে কারো মুখ দেখে ঘুম থেকে উঠি নাই। তবে দাত মাজার সময় বরাবরের মতই নিজের মুখ দেখসি। কিন্তু বুঝতে পারতাসিনা আজকের দিনটা অন্য দিনের মত নিরঝঞ্জাট হইল না কেন?
বিশাল ভেজালে পড়সি আজ। বাপের হাতে ধরা খাইসি উইথ সিগারেট।

নদীর পারে আমাদের পিনিক সেন্টার। অইখানে সাধারনত সিনিয়র কেঊ আসে না। কারন পোলাপান পানি, ধুয়া এসব খায়।



আমাকে দেখার পর আব্বুর প্রথম বকাটা হচ্ছে “ কানে ধর” !
কি?
কানে ধর বলসি,তুই কানে ধর।
(মান সম্মান নিয়া টানাটানি। সাথে সিনিয়র ভাই। আর ধমকা ধমকি শুনে ইতিমধ্যে পাশের জানালায় কিছু ছুন্দর আপু উকি দিতাসে। ) আব্বা বুঝলো না ২০ বছরের একটা দামড়া পোলারে কেম্নে শাসন করতে হয়!! হাফপ্যান্ট পড়ি বইলা কি আমি এখনো ছোট ! বাসায় গিয়ে যা বলার বলতো, কিছু মনে করতাম না।
আব্বু সোজা হাটা ধরল। পিছে আমি। বাসায় গিয়ে বকার পার্ট বাদ দিলাম। আম্মু ও ভালই দিসে। ভাগ্যিস আমি শরীর সাস্থে মাশাআল্লাহ। তাই হাতে ব্যাথা পাওয়ার ভয়ে মারে নাই।
বকাঝকার পর শাস্তি নির্ধারণের পালা। এইরকম অদ্ভূত শাস্তির কথা আমি কখনো শুনি নাই, দেখি নাই, আমি কল্পনাই করতে পারি না। আমার খাওয়া বন্ধ করে দিল তারা।


পকেটে বিশেষ টাকা পয়সা নাই। যেইখানে আমি বেন্সন্টাই এখনো বাপের টাকায় খাই, সেখানে হোটেলে গিয়ে খাবার তো প্রশ্নই আসে না। কি আর করা। খালি পেটে আসি। দেখি কোন ফ্রেন্ডের বাসায় খাইতে দেয় কি না!!!
দোয়া করবেন, বাসার পরিস্থিতি যাতে স্বাভাবিক হয়ে যায়।
( লাস্ট আপডেটঃ আমি কিছুক্ষন আগে তিনটা টোস্ট বিস্কুট চরি করতে সক্ষম হইসি। সাথে পানিও আসে। হেহ হে হে হেহ। )

