# ১ .অব্যহৃত ব্যান্ডউইথ কোনভাবে ট্রান্সফার করার সিস্টেম চালু করতে হবে ।
# ২ . নেটের মেয়াদ শেষ হবার পরেও অব্যহৃত ব্যান্ডউইথ নষ্ট না করা।
ব্যাখ্যাঃ নেটের ব্যবহারের মেয়াদ শেষ হলে সাথে সাথে অব্যহৃত ব্যান্ডউইথ আর ব্যবাহার করা যায়না। এতে অনেক ভোগান্তির শিকার হতে হয়। কোন কারণে মেয়াদের শেষ দিনে নতুন করে রিচার্জ করে নেটের প্যাকেজ রিনিউ না করলে পুরা বাশ ।



তাই মেয়াদ শেষ হবার পরেও অন্তত ৫ দিন মেয়াদবিহীন ভাবে অব্যহৃত ব্যান্ডউইথ রিজার্ভ রাখুন। যাতে প্যাকেজ রিনিউ করলে আগের অব্যহৃত ব্যান্ডউইথ নতুনটার সাথে যোগ হয়ে যায়।




# ৩ . আর নেটের দাম কমানোর দাবি তো আছেই । দেখতেছেন -ই তো ওয়াইম্যাক্স কি পরিমানে ছাড় দিয়ে নতুন নতুন অফার দিতেছে।
তাই আমরাও নতুন অফার চাই



------ ১.৫ গিগা ২০০ টাকা
------- ৩ গিগা ৩০০ টাকা
------- ৫গিগা ৪৫০ টাকা
-------- আর ১০ গিগা + ৮০০ টাকা ।
সেইসাথে ৭,১০,১৫ দিন ভাগ করে ছোট ছোট আর ও কিছু অফার চাই।
আর তা কম দামের মধ্যেই হতে হবে।
না হলে সামনের মাসে বিকল্প কিছু ভাবতে হবে।




