সামুতে এতোদিন থাকার পর আজ প্রথম জানতে চাচ্ছি, লেমন আছেন আপনারা?
জানি ভালো, জীবন জীবনের মতোই বয়ে চলেছে আর সময় নদীর স্রোতের নয়। সামুতে যোগ দেবার বয়স কম হলেও সাড়ে তিন বছর, প্রথমে এসেছিলাম নিজ নামে, কিন্তু তখন বাংলা লেখায় এতোটাই কাচা ছিলাম যে নিজের নামটাই ভূল করেছিলাম। তখন সামুর মডারেরটও অনেক কম ছিল বলে মনে হয়, অনেক ভাবে ধরণা দিয়েও পরে নামটি ঠিক করতে পারিনি। ভূল নামেই সামুতে পথচলার সময়টা অনেক ছিল।
নানা জনের নানা পোস্ট পড়ে নিজের লেখার মনকে আর দাবিয়ে রাখতে না পেরে আমার পছন্দের চরিত্র "বাকের ভাই" কে নিয়ে সামুতে আসার পরিকল্পনা করি। সেই নিকটিও তখন অন্য কারও, অত:পর আমার "আমার বাকের ভাই" হয়ে ওঠা। কিছুদিন আগেই এই নিকটির এক বছর পালন করলাম। আপাত দৃষ্টিতে "আজকের বাকের ভাই" নিকটি সফল মনে করি। এই দীর্ঘ সময়ে আমি অনেকেরই সহচর্য লাভ করেছি, ভালবাসা পেয়েছি। শুধু তাই নয় কিছু পাবলিকের গালিওফজম করেছি, কারণ আমি মনে করি একটি লেখা সবার মন কখনোই যোগাতে পারেনা। আমার ভাবনা কখনোই সবার সাথে মিলবে না, তাই কিছু কথা এড়িয়ে গেছি। এছাড়া বাকী সবই ভালো লেগেছে, অনেক সুন্দর কেটেছে।
অনেক কথাই বললাম, সবই যদি এখানেই বলে ফেলি তবে আমার নতুন নিকটি কোন কাজে লাগাবো। আমার নতুন নিক আব্দুল্যাহ।
আশা করব আমার নতুন নিকটির লেখা পড়তে আসবেন।