আমার মতে মাকে ভালবাসার জন্য কোন দিন বা ক্ষণের দরকার নেই। কিন্তু তারপরও "মা দিবস" এসেছে পশ্চিমা দেশগুলো থেকে। তাদের অনুসরণ করতে করতে দেশের সভ্যতাও বদলে গেছে। পশ্চিমাতে মা দিবস পালন করা হয়, কারণ সেখানে সন্তনেরা একটি বয়স পর মা থেকে আলাদা হয়ে যায়, তারপর তারা মা এর খবরও নেয় কম। তাই তাদের মা কে স্বরণ করতে দিন দরকার, ভালবাসতেও দিন দরকার।
যাক মা দিবস বলে কথা, আমাদের ফেসবুকও চেয়ে গেছে। সবাই মা নিয়ে ছবি দিচ্ছে, স্ট্যটাস দিচ্ছে। কিন্তু আমাদের দেশেই এমন অনকে সন্তান আছে যারা তা পারেনি, এমন অনেক মা আছে তাদেরও নিয়ে কথ হয়, কিন্তু কখনো মা দিবসে নয়। সেই "মা" দের জন্যই আজকের এই পোস্ট।
আমাদের রঙ্গীন জীবনে মা দের নিয়ে হয়তো অনেক ভাবনাই আজ ফেসবুকে দেখা যাবে, কিন্তু কথা হবে সে সকল মায়েদের নিয়ে যারা সন্তানের জন্য আজও মাঠে কাজ করছে, অন্যের বাসায় কাজ করছেন।
ইতিহাস সাক্ষী আছে, বেশ্যাবৃত্তি করে অনেক মা তাদের সন্তানদের একটি উজ্জল জীবন দেবার চেষ্টা করেছেন, তাদের অনেক সন্তানই ইতিহাসে নাম লিখিয়েছেন, অনেকে জীবনের লক্ষে পৌছেছেন। সেই সকল মা দের প্রতি রইল অজস্র সন্মান ও ভালোবাসা।
মা দের এতো ত্যগের পরও "গুগল" এ মা লিখে সার্চ দিলে, প্রথম পেজেই পাওয়া যায় রসালো ও বিকৃত চটির লিংক। ভাবতে অবাকই লাগে, যে মা গর্ভে ধারণ করল, পৃথিবীর আলো দেখালো, বুকের দুদঃ পান করিয়ে বাচিয়ে রাখল। যার হাত ধরে আমরা পৃথীবিকে চিনতে শিখলাম, বাংলায় কথা বলতে শিখলাম সেই মাকে নিয়ে কিভাবে বিকৃত যৌন গল্প রচনা হয় তা কখনোই বুঝতে পারিনা।
যারা অনলাইনে এইসব লিখে তারা যে অশিক্ষিত নয় এটা ঠিক। তবে তারা কি মাপের শিক্ষিত!
এসব কথা অন্যদিন হবে, আজ শুধু মায়ের জন্য থাক। যে সকল মা পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে পাড়ি দিয়েছেন তাদের আত্বার শান্তি কামনা করছি। আসুন আজ শপথ নেই, "মায়ের চোখের জল আর কখনোই জড়তে দেব না।"
*** ছবিগুলো গুগোল থেকে নেওয়া
সময় পেলে আমার পেজ থেকে ঘুরে আসবেন
www.facebook.com/bakerbhai93
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৫ দুপুর ২:০৪