(ক) প্রথম বিশ্বযুদ্ধঃ
১। খিলাফাত ধ্বংস করা
২। মুসলিম দেশগুলোকে জাতীয়তাবাদের দ্বারা বিভক্ত করা যাতে পরষ্পর পরষ্পরের শত্রু হিসেবে আবির্ভুত হয় এবং একতা বিনষ্ট হয়। হেগালিয়ান ডায়ালেক্টের মাধ্যমে প্রতিটি দেশের একটি বিপক্ষ দেশ সৃষ্টি করা।
৩। জেরুজালেম ব্রিটেনের অধীনে নেয়া
৪। অর্থোডক্স চার্চ তথা রাশিয়াকে ধ্বংস করতে পৃথিবীর প্রথম নাস্তিক রাস্ট্র সোভিয়েত ইউনিওন সৃষ্টি করা।
(খ) দ্বিতীয় বিশ্বযুদ্ধঃ
১। ইহুদিদের জেরুজালেমে স্থানান্তর
২। ইজরায়েল রাস্ট্র গঠন
৩। ইজরায়েলকে সুরক্ষা দিতে বিশ্ব সরকার তথা জাতিসংঘ প্রতিষ্ঠা
৪। ইউরোপকে দেউলিয়া করে মনিটারি সিস্টেমের ধ্বংস সাধন
৫। নতুন মনিটারি সিস্টেম নিয়ে আমেরিকার আবির্ভাব
৬। বিশ্ব নিয়ন্ত্রক রাস্ট্র হিসেবে বিশ্বের সিংহাসনে ব্রিটেনের জায়গায় আমেরিকার অভিষেক।
(গ) তৃতীয় বিশ্বযুদ্ধঃ
১। পরমাণু বিশ্বযুদ্ধের মাধ্যমে পৃথিবীকে ছোট করে নিয়ে আসা
২। বিশ্ব নিয়ন্ত্রক রাস্ট্র হিসেবে বিশ্বের সিংহাসনে আমেরিকার স্থানে ইজরায়েলের অভিষেক
৩। বর্তমান মনিটারি ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে নতুন মনিটারি ব্যবস্থা নিয়ে ইজরায়েলের আবির্ভাব ও ওয়াল স্ট্রিটের জায়গায় জেরুজালেমের অভিষেক
৪। আল-আকসা মসজিদ ধ্বংস করে তৃতীয় সুলেমানি হাইকল নির্মাণ ও দাজ্জালের আগমণের প্রস্তুতি গ্রহণ।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৪