এমন অসম্ভবেও ঢেউপ্রবণ নগরে জটাজট মানুষ জমে ওঠে
জাদুবিদের কারসাজি দেখা যায় সুউচ্চতল আকাশে, যে প্রান্ত অবধি দালানটি পৌঁছে গেছে অনেকদিন আগে- হয়তো গত শতাব্দীতে, হয়তো গতকালই, সেই দালান-চূড়ার কাছাকাছি চলিষ্ণু মেঘের ট্র্যাফিক সিগন্যাল, নানান রুটের বাস ও ট্রাকদের হুইসেল, ভেঁপু বাজান-থামুন-১০০ হাত দূরে থাকুন
ছুটে আসা কৃষ্ণবরণা মেঘ।
আর আমরা দেখতে পাই সেই দালানের কার্নিশে প্রকাণ্ড মেঘগুলো জমে আছে
সেখানে জাদুবিদ টলোমলো পায়ে হাঁটছেন ঝুঁকে পড়ে মাপছেন জলের তাপমাত্রা, অনেক নিচে আমাদের সারি সারি মাথাগুলো ধীরে স্লোমোশনে হেঁট হয়ে যায় চলচ্চিত্রের বৈচিত্র্যে, অনুগামী শটের এডিটে কাটা পড়ে একটি জাদুকরি দেহ...
***
- অনীক আন্দালিব
৩.৫.১০