২। তুমি মন্দের কাছে পরাজিত হবে না, কিন্তু ভালকে দ্বারা মন্দকে পরাজিত করো।..........( পবিত্র বাইবেল )
৩। যে ব্যাক্তি বাক্যে, কর্মে ও চিন্তায় সত্য নয়, সে ব্যাক্তি প্রকৃত প্রস্তাবে সত্যনিষ্ঠ নয়।............( আল- হাদিস )
৪। মানুষ যেটা ভাবে সবচেয়ে কাছে, সেটাই হচ্ছে সবচেয়ে দুরে। এ একটা মস্ত বড় প্রহেলিকা।......( কাজী নজরুল ইসলাম )
৫। নিজে ঠিক থাকলেই হলো, লোকে কি বলে না বলে তা নিয়ে মাথা ঘামানো উচিত নয়।.........( রুজভেল্ট )
৬। গতির লক্ষ্য এক, কিন্তু তাহার পথ অনেক। সব নদীই সাগরের দিকে চলিয়াছে, কিন্তু সবাই এক নদী হইয়া চলে নাই। চলে নাই সে আমাদের ভাগ্য।...........( রবীন্দ্রণাথ ঠাকুর )
৭। সত্য সে তো চিরন্তর, যার মধ্যে নেই কোন হিংসা, লজ্জা, অহংকার, ভীতি, নেই কোন পাপ তাইতো সত্য এত সুন্দর।................
৮। সব সময় ভাল কথা ভাবুন, ও ভাল চিন্তা করুন তাহলে আপনার মন সুন্দর ও প্রফুল্ল থাকবে।...................
৯। সাধু সেজনা, সাধু হবার চেষ্টা করো।........................
১০। কোমল ব্যবহার করো, ভালো কাজের আদেশ কারো আর মূর্খদের সাথে কখনও তর্কে লিপ্ত হয়ো না।.........................
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৯