আমি রাজনীতি বুঝিনা
কিন্তু বিপ্লব বুঝি।
রাজনীতি বুঝতে হলে আমাকে বসতে হবে দামি চেয়ারে
গায়ে থাকতে হবে স্যুট,কোট আর টাই।
রাজনীতি বুঝতে হলে আমার থাকা চাই দামি গাড়ি
আকাশ সমান উচ্চতার দালান।
থাকা চাই পিয়াদা-পিয়ন চারপাশে।
রাজনীতি বুঝতে হলে আমার একটি 'ভিআইপি' তকমা চাই
একটি ক্ষমতাশীল কলম চাই
যার এক খোঁচাতে রচিত হবে কোন সাধারন জনগনের
মৃত্যুর পরোয়ানা
কোন দূর্ধর্ষ খুনী পেয়ে যাবে নিঃশর্ত মুক্তি।
রাজনীতি বুঝতে হলে আমার চাই অবাধ স্বাধীনতা
ভোগের স্বাধীনতা
লুঠের স্বাধীনতা
খুন আর গুমের স্বাধীনতা।
কন্ঠ চেপে ধরার অথবা চিরতরে স্তব্ধ করে দেবার
স্বাধীনতা।
আইন গড়ার এবং আইন ভাঙার স্বাধীনতা।
ব্যাকরণবিদগন বলে থাকেন রাজনীতির অর্থ হোলো নীতির রাজা
তাদের এই সহজ সরল অতি সাধারন ব্যাখা দিয়ে
রাজনীতি সংজ্ঞায়িত হয় না।
যদি তাই হতো-
তাহলে পৃথিবীর বুকে জাতিসংঘের প্রয়োজন হতো না।
প্রথম বিশ্বযুদ্ধ কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতোন
ধ্বংসযজ্ঞ অবলোকন করতো না পৃথিবী।
এখানে, রাজনীতির অর্থ হোলো রাজার নীতি।
যার হাতে ক্ষমতা সেই-ই এখানে রাজা।
রাজা তার ইচ্ছেমতন রাজ নীতি নির্ধারন করেন।
তিনি ঠিক করেন কে বাঁচবে, কে মরে যাবে।
তিনি স্থির করেন কে হাসবে, কে কাঁদবে
কে খাবে আর কে অভুক্ত থাকবে।
এত মারপ্যাঁচ বুঝিনা বলেই আমি আজ অবধি
রাজনীতি বুঝতে পারিনি।
কিন্তু আমি বিপ্লব বুঝি-
বিপ্লব মানে- কিছু সংঘবদ্ধ মানুষ
কিছু মুক্তিকামী চোখ
কিছু বেঁচে থাকার স্বপ্ন
কিছু মুষ্টিবদ্ধ হাত
কিছু ঘাম এবং কৃষ্ণচূড়ার মতোন লাল তাজা রক্ত।
আমি বিপ্লব বুঝি
আমি বিপ্লব বুঝি বলেই তাকে খুঁজি।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬