রাশেদুল হাসান
বিষাদের ফতুয়া গায়ে হেঁটে যাচ্ছে
রোদ্দুর, রোদের বাড়ী;
রোদে পোড়া যুবতীর মত।
নগরীর শিরা মাড়িয়ে
পাঠ নেয় যুবতী বিষাদের স্কুলে।
বধের পাঠশালায় পাঠ নেয়
মিথুনরত বুকের বৈভব’র পাঠ
দ্বিদল ফুলে কালসাপের দংশন’র
ঢুকরে কেঁদে ওঠার পাঠ!
শেষ হয় নিশ্চুপে । নিভৃতে।
নগরীর কাজল রোখায় হেঁটে যাচ্ছে যুবতী
রোদের জলে সিক্ত তামাটে কুচফুল
মেঘে ঢাকা মাটির পারাবার।
তারপরও যেতে হয়,বিষাদের স্কুলে
নগরীর গাল পিষে, পাঠ নেয়
বিষণœ রোদ্দুর বুকে বাড়ী ফেরে।