রাশেদুল হাসান
সে দিন কাঁনামাছি খেলাচ্ছলে
এঁকে দেয়া চুমুর চিহ্ন মানচিত্র হয়ে গ্যাছে
কেঁপে ওঠা আবেগের ঘাম্রবিন্দু কুয়াশার মত
ঝরে পড়ে সৃষ্ট আড়াই হাজার নহর।
দু’ঠোঁটের সন্ধিক্ষণে অনাবিল ভালোবাসায়
যে তোমার সৃষ্টি,
কারা বিচ্ছেদের আলে কেড়ে নিতে চায়
প্রেমের তাজমহল, সৌধ।
কেন! কেন শঙ্কাশ্রিত তরুনীর মত
দুরু বক্ষে অগ্রসরমান?
হে আমার স্বদেশ, বুক ফুলাও
আমরা প্রস্তুত নহর গুলোকে
রুহ্ আফজা বানতে।