
অনেক গবেষনা করে দেখলাম ১৪ ছাড়া আর কোন নাম উপযুক্ত নয়।
কারণ,
আমার নামের প্রথম অক্ষরকে সংখ্যায় গণনা করলে ১৪ হয়।
আমার জন্মতারিখ ১৪।
আমার ব্যাংক অ্যাকাউন্ট ১৪ দিয়ে শুরু।
আমার মোবাইল নম্বরের শেষের কয়েকটা সংখ্যাকে যোগ করলে ১৪ হয়।
কয়েকদিন আগে আমি এক জায়গায় ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, সেখানেও আমার সিরিয়াল ছিল ১৪।
বাংলা নববর্ষ ইংরেজী এপ্রিলের ১৪ তারিখে হয়।
এছাড়াও আরো রয়েছে,
পুর্ণিমাও ১৪তম দিবসে হয়।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১১ সকাল ৮:৪৮