চীনে সর্বমোট কমটি মসজিদ আছে এবং মুসলমানের সংখ্যা কত? চীনে ইসলাম ধর্মের বিশ্বাসী মুসলমানের সংখ্যা অন্যান্য ধর্মের বিশ্বাসীর চেয়ে বেশি না। কিন্তু চীনে ইসলাম ধর্মীয় স্থান কিংবা মসজিদের সংখ্যা চীনের পাঁচটি ধর্মের মধ্যে সবচেয়ে বেশি। তা প্রায় ৩০হাজার। চীন সরকার ইসলাম ধর্ম ও মুসলমানের ওপর বেশি গুরুত্ব দেয় এবং ইসলামী সংস্কৃতির ওপর অনেক সজাগ দৃষ্টি রাখে। চীনের মুসলমানের সংখ্যা প্রায় ৮কোটি। চীনের নানা স্থানে মসুলমান রয়েছে। তাঁরা প্রধানত সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল, কানসু প্রদেশ, নিংসিয়া হু জাতির স্বায়ত্তশাসিত অঞ্চল ও ছিংহাই প্রদেশে রয়েছে। চীনের দশটি সংখ্যালঘুজাতির মানুষ ইসলাম ধর্ম বিশ্বাস করে। এছাড়া, আরো ৭ বা ৮টি জাতির কোনো কোনো মানুষ ইসলাম ধর্ম বিশ্বাস করে। , চীনের চারটি ঋতু রয়েছে। জানুয়ারী থেকে মার্চ মাস পর্যন্ত হল বসন্তকাল, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত হল গ্রীষ্মকাল, জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত হল শরত্কাল ও অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত হল শীতকাল।
চীনে সবচেয়ে বেশি উত্পাদিত খাদ্যশস্য কি কি? চীন একটি বড় দেশ বলে নানা স্থানের জলবায়ুও ভিন্ন। সেজন্য বিভিন্ন স্থানে বিভিন্ন সবচেয়ে বেশি উত্পাদিত খাদ্যশস্য রয়েছে। দক্ষিণ চীনের সবচেয়ে বেশি উত্পাদিত খাদ্যশস্য হল ধান এবং উত্তর চীনে সবচেয়ে বেশি উত্পাদিত খাদ্যশস্য হল গম।
চীনে কতটি কৃষি বিশ্ববিদ্যালয় আছে? চীনের নানা স্থানের প্রচুর কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে। কিন্তু চীনের শ্রেষ্ঠ কৃষি বিশ্ববিদ্যালয় হল চীনের কৃষি বিশ্ববিদ্যালয়। ১৯৪৯ সালে পেইচিং বিশ্ববিদ্যালয়ের কৃষি একাডেমি, ছিহুয়া বিশ্ববিদ্যালয়ের কৃষি একাডেমি ও হুয়াপেইচিং বিশ্ববিদ্যালয়ের কৃষি একাডেমি নিয়ে সংগঠিত হয়ে চীনের কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। চীনের রাষ্ট্রীয় পরিষদ ১৯৫৪ সালে চীনের কৃষি বিশ্ববিদ্যালয়কে চীনের সবচেয়ে ছয়টি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের নাম তালিকায় ও ১৯৮৪ সালে চীনের সবচেয়ে গুরুত্ব দেয়ার দশটি বিশ্ববিদ্যালয়ের নাম তালিকায় অর্ন্তর্ভূক্ত করেছে। এছাড়াও, চীনের আরো বেশি ভাল কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে। যেমন, হুয়ানান কৃষি বিশ্ববিদ্যালয়, হুয়াচং কৃষি বিশ্ববিদ্যালয়, সিনান কৃষি বিশ্ববিদ্যালয় ও নানচিং কৃষি বিশ্ববিদ্যালয় ইত্যাদি।
চীনে গরমের মতো সর্বোচ্চ কত ডিগ্রী হয়ে থাকে? ওখানে কি খুব হাওয়া হবে? চীন আসলে একটি বড় দেশ। সেজন্য নানা স্থানে নানা ধরণের জলবায়ু রয়েছে। চীনের সবচেয়ে দক্ষিণাঞ্চলে গ্রীষ্মকালীনে খুবই গরম। তার সর্বোচ্চ তাপমাত্র হবে ৪০ডিগ্রী। কিন্তু সাধারণত খুবই গরমের স্থানে বড় হাওয়া নেই। চীনের সবচেয়ে উত্তরাঞ্চলে গ্রীষ্মকালীনে বেশি গরম না। তার সর্বোচ্চ তাপমাত্র ২৫ডিগ্রীরেরও কম। চীনের খুনমিং শহর বসন্তকালী শহর বলে পরিচিত। এ শহরের সারা বছরের গড়পড়তা তাপমাত্র প্রায় ১৫ডিগ্রী। সবচেয়ে গরম সময়ে তার গড়পড়তা তাপমাত্র প্রায় ১৯ডিগ্রী এবং সবচেয়ে শীত সময়ে তার গড়পড়তা তাপমাত্র প্রায় ৭.৬ডিগ্রী। হোয়াংহো নদীর বর্ণনা জানতে চান। হুয়াংহো নদী চীনের দ্বিতীয় বৃহত নদী, এর মোট দৈর্ঘ্য হলো ৫৪৬৪ কিলোমিটার। হুয়াংহো নদীর অববাহিকার পশুচারণ ভূমি বেশ উবর। খনিজপদার্থ সমৃদ্ধ, ইতিহাসে অববাহিকাটি চীনের প্রাচীনতম সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ উত্স।