এ সময় জাহিদ হাসান রনি (২৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
এছাড়া ৪৬টি বোতল ভর্তি ও খোলা আরো তিন লিটার ফেনসিডিল, বোতলে কর্ক লাগানোর মেশিন এবং ফেনসিডিল লেখা বেশকিছু লেবেল উদ্ধার করা হয়।
জেলা ডিবি পুলিশের ওসি মাঈনুর রহমান জানান, ফতুল্লার পশ্চিম মাসদাইরে অভিযান চালিয়ে ফেনসিডিল তৈরির কারখানা ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তার রনি মাসদাইর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। সে দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে খোলা ফেনসিডিল এনে তাতে পানিসহ অন্য উপাদান মিশিয়ে বোতলজাত করে বিক্রি করে আসছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১২ রাত ৮:০৪