খবর পাইলাম ডঃ ইনুস সাবে জনগণের কাছে তার রাজনৈতিক আহবান জানাইছেন, তিনি তার প্রতি সমর্থন, বিরোধীতা কিম্বা উপদেশ থাকলে সেইটারে পত্রযোগে পাঠাইতে দাওয়াত দিছেন। বাংলাদেশের রাজনীতিতে সরাসরি অংশগ্রহণের বাসনা তিনি বেশ কয়েকদিন যাবতই আগ বাড়াইয়াই কইতেছিলেন, রাজনৈতিক দল করবেন, সেই দল নিয়া নির্বাচনী বৈতরনী পার হইবেন এইমতো স্বপ্ন দেখতেছেন উনি বেশ কিছুকাল ধইরাই। যদিও নোবেল পাওনের পরপর উনি কইছিলেন যে রাজনীতি করনের আগ্রহ উনার নাই... উনি যোগ্য প্রার্থী আন্দোলন করবেন!
ইনুস সাবে যা ইচ্ছা হয় তা'ই করবেন...আমার তাতে কি বলার আছে! কিন্তু উনার সিদ্ধান্ত যৌক্তিক কোন কারণ উপস্থাপণ ব্যতিরেকেই পরিবর্তীত হয় দেইখা একটু ডরে আছি। এই প্রবণতা সামহোয়্যার ইন ব্লগে একজনের আছে বইলা জানি...সেই ত্রিভুজের ন্যায় ইনুস সাবেও 'আগ্রহ নাই' অবস্থান থেইকা 'অনেক দিন ধইরাই প্রস্তুতি ছিলো' অবস্থানে পৌছাইছেন...ভবিষ্যতে আমাগো কপালে যে কি আছে সেইটা জানতে পারলে অন্ততঃ স্বস্তি পাইতাম!
প্রেসিডেন্ট জিয়ার লগে একবার উনি গেছিলেন স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার করতে...গ্রাম সরকার নামের ঐ ব্যবস্থা যে কেমনে কাজ করে...সেইটা আমরা দেখছি বিভিন্ন সময়ে। ইনুস সাব এমনে 'জাদুই ছালা' থেইকা যে আরো কতো কি বাইর করবেন...সেইসব দেখনের মানসিক প্রস্তুতি নিতাছি আপাততঃ...
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১০:৫৭