নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন আছো জুঁথি তুমি???
ভাল থাকার, মন্দ থাকার অনুভূতি কেমন তোমার দেশে?
তোমারও কি মন খারাপ হয়?
কিম্বা অভিমানের অনুভূতি!
মন খারাপে সে দেশেও কি তোমার চোখে বৃষ্টি নামে?
বুক আকাশের সাদা মেঘের ধোঁয়াশাতে...
ফিনিক ফোঁটা জোছনা ঝরানো রাতে
শেষক্ষণেতে বিদায়ী নৈশভোজ,
মায়াবী আলোয় নিবদ্ধ দৃষ্টিতে
চোখের তারায় হারানো স্মৃতির খোঁজ।
উন্মাদনার উচ্ছ্বাস নেই ঠোঁটে
বিষন্নতার ফেনিল সাগর বুকে।
শুধু জানি, দূরত্ব প্রয়োজন
ভীরু বুকে তাই বিদায়ী আয়োজন।
আজ...
কেউ কেউ চলে গিয়েও
রয়ে যায় ঘাসে; শিশিরের কান্নায়,
নাহয় স্বচ্ছ ফড়িং ডানায়।
আকাশে নেই, বাতাসে নেই...
নেই আর্ত চিৎকার কিম্বা নিগূঢ় নীল মৌনতায়।
দূর আকাশের সপ্তর্ষিমন্ডলের আহাজারিতে মন ভিজিয়ে
শূন্যতায় আঁকি তেমনই এক প্রশ্নবোধক...
এসো, নীরবতার ছন্দে পা মিলিয়ে
চুপচাপ পাশাপাশি হাঁটি দু\'জন।
সবুজের আঁচল পাতা নরম কোমল ঘাস
আজ নাহয় শিশিরে ভেজাক রুক্ষ নগ্ন পা।
নীড়ে ফেরা পাখির ডানায় চোখ রেখে
অন্তত: একটিবার মুচকি হাসুক দগ্ধ দুটি...
কখনো যদি জ্বর আসে, দাদীকে অনেক মিস্ করি। জ্বর কম হোক অথবা বেশি, বিছানাতে মাথার নীচে প্লাস্টিকের রাবার ক্লথ বিছিয়ে তারউপর শুইয়ে দিয়ে মগ অথবা এ্যালুমিনিয়ামের বদনার নল দিয়ে মাথায়...
বিকাল বেলা স্কুল থেকে বাসায় ফিরতেই আমার ছোট ফুফু খুব এক্সাইটেড হয়ে বলল, মিথী,জলদি দেখো বাসায় কে এসেছে!
কে এসেছে এটা জিজ্ঞেস করার সুযোগ না দিয়েই আমার কাঁধ থেকে ব্যাগ টেনে...
পালা করে হাতছানিতে শৈশব আমায় আজও ডাকে।
সবুজ শাড়ির নীল আঁচলে তখন আমি ক্লান্তির ঘাম মুছি।
দু\'চোখে কাপড় বেঁধে শৈশব তখন ফিরে আসে কানামাছির ছলে।
একঝাঁক বন্ধু আমাকে ঘিরে আলতো ছুঁয়ে কোরাস...
মাঝরাতে কেউ এসে কড়া নাড়ে ঘুমে
অনাহুতের মতো, নিঃশব্দে, মৃদুপায়।
চিরচেনা সেই রূপে অথবা ছায়াতে কায়ার ভীড়ে
কিছুটা সময় যেন থমকে যায় সব।
অকারণ অস্হিরতার চাপা দীর্ঘশ্বাসে
উচিত অনুচিতের বিষ্ময়ঘেরা প্রশ্নেরা
কানে কানে কথা বলে...
সমুদ্রের পোস্ট বক্সে দেবার জন্য
জল রঙে এঁকেছিলাম মস্ত এক চিঠি।
নালিশের বিশাল ফর্দ ছিলো বেগুনী খামে লুকোনো।
কেন যে সে জানেনা!
হাতে হাত রেখে সাগরের নীলে মন ভেজাতে হয়।
বোকা ছেলেটা এটাও বোঝেনা...
মেঘের খেয়ায় ভেসে বেড়ানো আকাশের শূন্যতা
কখনো সখনো বুকের ভেতরেও বাসা বাঁধতে পারে, জানো!
ঝরা শিউলির মত অগনিত নক্ষত্র যেখানে
জেলে নৌকোর পিদিম জ্বলা অন্ধকার এক নদী।
ভারী পাহাড়টা তার গোড়া গেড়ে
আসন পোক্ত...
মন খারাপের ঝাঁপি খুলে দিয়ে নিঃসঙ্গ এক চাঁদ
প্রতিশোধের স্পৃহায় বাতাসে ছড়ায়
একরাশ উচ্ছৃঙ্খল জোছনা।
শূন্য ঘরের বদ্ধ জানালার কাঁচ ভেদ করে
হুড়মুড়িয়ে সে আলো গ্রাস করে নির্জনতার নির্মেঘ মন।
পিচ ঢালা হাইওয়ের ঠিক...
শৈশব মানেই আমার কাছে অদ্ভুত আনন্দময় স্মৃতির ভান্ডার। আমাদের ছিল বিভিন্ন বয়সের বাচ্চা কাচ্চা ভর্তি বিশাল এক পরিবার। আমাদের সমবয়সী আপন চাচাতো, ফুফাতো ভাইবোন ছাড়াও লুৎফা ফুফু (আমার দাদীর পালিত...
যেতে চাইলে -
চলে যেতে পারো বহুদূরে।
যতটা দূরে গেলে হারিয়ে যেতে পারবে দিগন্তরেখায়।
উড়ে যেতে পারো স্কাইলার্ককে সাথে নিয়ে
আরো উঁচুতে সুদূর কোন মেঘ প্রদেশে।
নাহয় ডুব দিয়ে ভেসে যেও অতল সাগর নীলে,
ঝিনুক...
খুব বেশি অপেক্ষার পর ফিরে এসোনা।
অবহেলার বিড়ম্বনা তুমি সইতে পারবেতো পথিক?
স্বল্প অপেক্ষায় থাকে
মৃদু পায়ের আশা জাগানিয়া শব্দের ভীরু কাঁপন।
উচ্ছল আনন্দে খেলা জমে ওঠে
স্বপ্নজালের রঙিন উলের গাঁটে।
কাঁধের মাপটায় হৃদয়ের অনুভব দিয়ে
এক...
অভিমানী প্রিয় ফুল,
তোমরা কি ভুলে গেছো আমার ঠিকানা? সেই যে ধুলায় লুটানো এত্তগুলো গোলাপ! হ্যাঁ, তোমাদের সাথেই কথা বলছি। তোমাদের দীর্ঘশ্বাসেই কি অভিশপ্ত আমার বাতাস? আচ্ছা, বলো তো! -
গোধূলীর নিঃস্তব্ধ...
©somewhere in net ltd.