প্রাণ খুইলা কথা কওনের অধিকার চাই!
নিজের বক্তব্য নিঃশঙ্কচিত্তে কইতে চাই সকল খানে!
যদি আমার কন্ঠরোধ করতে আসে কোন চৌকিদার, তারে প্রতিহত করতে চাই!
জরুরী অবস্থার নামে মানবিক অধিকার হরনের চক্রান্ত রুখতে চাই!
প্রাণ খুইলা কথা কওনের অধিকার চাই!
আমরা প্রায়ই আমাদের নির্বাচনের প্রসঙ্গে অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক, ইনক্লুসিভ (Inclusive) বা এক্সক্লুসিভ (Exclusive) শব্দগুলো ব্যবহৃত হতে দেখি। তাৎক্ষণিকভাবে এসব শব্দের অর্থ খুবই সহজ ও বোধগম্য বলেই মনে হয়। আমিও বিভিন্ন ক্যাজুয়াল... ...বাকিটুকু পড়ুন
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির শোচনীয় অবস্থার মূল কারণ ডিমোরালাইজড পুলিশ বাহিনী। গত ১৬ বছর এই বাহিনীকে যথেচ্ছভাবে নিজেদের লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছে আওয়ামী রেজিম। এই বাহিনীর অধিকাংশ সদস্যের মনোবল এবং কাজ... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে জুলাই–আগস্টে ছাত্র–জনতার আন্দোলনে দমনপীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করার পর দেশটিতে পরিবর্তন হয়, এই বক্তব্য দিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক। বিবিসির হার্ডটক অনুষ্ঠানে এ কথা বলেন মি.... ...বাকিটুকু পড়ুন