অকস্মাৎ তুমি
না জানিয়েই মনের এতটা কাছে
কি করে, কোন পথে
এলে তুমি?
জানি না ওই হাসিতে কেমন করে
গেলাম আমাকে নিয়েই জড়িয়ে
না ডেকেই কি করে
পেলে আমায় এই অবেলাতে?
অনেক খুঁজেও যে নিজেকে
পাইনি আমি; খুঁজে ফিরে
ভ্রমে যে আমি ছিলাম ডুবে
সেই আমিই ভুলেছি কিনা মায়ায় তোমার।
মুখোসে আর না ঢেকে চল না ভাসি শুধু অথই জলে
নির্বাক অভিনয়গুলোকে বদলে... বাকিটুকু পড়ুন
