জায়গা কোথায়? ইতিহাসের আস্তাকুঁড় নাকি স্বর্ণখচিত অধ্যায়?
ভাঙ্গণের শুরু কিন্তু ১৯০৫ থেকেই। এই বঙ্গপ্রদেশ ভাগ হওয়ার নিয়তি তখন থেকেই ছিল। যদিও বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল ১৯১১ তে। তবে এই রদ এখনো যদি টিকে থাকত, আবারও হয়তো বঙ্গভঙ্গের জন্য আমাদের আন্দোলন করতে হতো। কেননা ওপার বাংলার কৃষ্টি-কালচার, মন-মানসিকতার সাথে আমাদের যায়না। আর শোষণের ব্যাপারটা তো মূখ্য.. সেটা না... বাকিটুকু পড়ুন