নব এই বর্ষ............ শুভ হোক
নতুন বছর, নতুন দিন, নতুন আশা, সবই ভীষণ প্রত্যাশিত, কামনার বিষয়। তবে সবচেয়ে মধুর, পুরনো সম্পর্কগুলি।ছোটবেলার খেলার সাথী,পরিবেশ, স্কুল জীবনের সহপাঠীরা, মনের গভীরে আনন্দের দোলা দেয়। আজও যখন পথে পুরনো মুখ গুলির দেখা পাই মনটা ভাল হয়ে যায়। একটি বছর পার করে আসলাম। ১৩ সালটিতে প্রাপ্তি-অপ্রাপ্তি সবই ছিল।হথাশা-আশাও রয়ে গিয়েছে।... বাকিটুকু পড়ুন