মৃত্যু আর মিথুনের স্বপ্ন
গভীর নিস্তব্ধ এই রাত!
নিস্তব্ধতা বিদীর্ণ করে খচ খচ ঘড়ির আওয়াজ
মগজে ছুরিকাঘাত করে চলে ক্রমাগত।
আর নিয়ত এক মহাজাগতিক শুন্যতায় ভেসে থাকি;
কোমাতে পড়ে থাকা নির্জীব রোগীর মত।
তুষারে ঢেকেছে ঘাস বহুকাল আগে, ... বাকিটুকু পড়ুন
