somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"মা" নিয়ে লিখা সুন্দর আর্টিকেল (নোংরা পেজগুলোকে পেছনে ফেলে ) গুগলের প্রথম পাতায় নিয়ে আসার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ।

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিদ্ধান্ত খানিক টা পরিবর্তন করেছি , আপাতত আপনাদের একাউন্ট খুলার ঝামেলায় ফেলতে চাচ্ছিনা , একটাই একাউন্ট থাকবে , মা নামে সেই একাউন্ট থেকে আপনাদের পোষ্টগুলো আপনাদের নাম ও লিঙ্ক সহ পোষ্ট করে এস ই ও এর কাজ শুরু করতে চাচ্ছি ! শুধু লিখাগুলো প্রকাশ করার অনুমতি চেয়ে চেয়ে ৩ দিন পর পর আমরা একটা করে পোষ্ট দিবো আর সেগুলো শেয়ার করা হবে !
মূল লক্ষ্য অর্জন করতে হলে ফেসবুক পেজটিকে অনেক জনপ্রিয় করতে হবে , আপনাদের সবাইকে পেলে পেজ টিতে পর্যায়ক্রমে এই পোষ্টগুলো লেখকের নাম এবং লিঙ্ক সহ প্রকাশ করা হবে । পেজটিকে প্রমোট করুন , পেজের স্ট্যাটাসগুলো শেয়ার করুন । আর এই সাইটে মা সংক্রান্ত পোষ্টের একটি সংগ্রহশালা তৈরী হবে , একটু কষ্ট করে সবার লিখাগুলো সেখানে পোষ্ট করলে চমৎকার হয় , কেননা সেই সাইটের উপর এস ই ও এর কাজ করা হবে !
সব গুলো প্রচেষ্টায় সবাই উদ্যোগী হলে তিন -চার মাসেই পরিবর্তন চোখে পড়বে !

কাজ টা দুই একজনকে দিয়ে হবেনা , সবাই উদ্যোগী হয়ে সাহায্য করলে প্রথম পাতায় "মা " ফেসবুক পেজের লিখা আসবে , "মা " শিরোনামের ওয়েবসাইটের পোষ্টগুলো আসবে , সামুর পোষ্টগুলো আসবে ! যেহেতু ওয়েবসাইট টি টেকনিক্যালি প্রমোট করার ব্যাবস্থা আছে সবাইকে অনুরোধ করছি সেখানে পোষ্ট করার জন্য (সামুর লিঙ্ক দিয়ে দিবেন পোষ্ট শেষে ) !


আপডেটঃ
একটি ওয়ার্ডপ্রেস সাইট তৈরী করার কথা ছিল , সেটি মুটামুটি রেডি , যারা পোষ্ট দিচ্ছেন বা দিয়েছেন তারা ব্লগের লিঙ্ক সহ
এই সাইটে পোষ্ট করার জন্য অনুরোধ করা যাচ্ছে ! এই সাইট টির পোষ্টগুলোর উপর এস ই ও এর কাজ করা হবে!
পোষ্ট স্টিকি করার জন্য ব্লগ কতৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ! যেহেতু বাংলা ফিল্টারিং এর ব্যাবস্থা নেই , তাই ঐ লিঙ্ক গুলোকে প্রথম তিন চার পাতা থেকে সরিয়ে দেয়ার দায়িত্ব টা আমাদের ! কাজটা খুব সহজ হয়ে যাবে যদি সম্মিলিত ভাবে কাজ করা হয় । সামুতে "মা " কে নিয়ে লিখলে ট্যাগ পূর্ণ করলে আর এইখানে লিঙ্ক দিলে আপডেট করে দিবো , এতে সবাই ঐ পোষ্টগুলোতে কমেন্ট করলে কাজ টা সহজ হয়ে যায় ! আর কারো পার্সোনাল ওয়ার্ডপ্রেস সাইট থাকলে সেখানে "মা" শিরোনামে কিছু লিখলে এখানে লিঙ্ক দেয়ার অনুরোধ থাকলো মানিক ভাই এই লিঙ্ক গুলোর উপরে এস ই ও এর কাজ করবেন ! maamarma.com নামে ডোমেইন কিনে কালকের ভিতরে একটি সাইট বানানোর চেষ্টা করা হচ্ছে । এই নামে ডোমেইন পাওয়া টাফ হতে পারে , তাই কারো কাছে ভিন্ন নাম থাকলে প্রস্তাব করার অনুরোধ রইলো ! সাইট টি রেডী হবার পর সবাই সামুতে আগে পোষ্ট দিয়ে তারপর সাইট টিতে লিখা দেয়ার অনুরোধ রইলো , সামুতে আগে প্রকাশিত বলেই , তাহলে ঐ সাইটের উপর এস ই ও এর কাজ করলে কাজ টা সহজ হয়ে যাবে ! হাসান মাহবুব ভাইয়ের প্রস্তাব অনুযায়ী একটি ফেসবুক পেজ ও তৈরী করা হয়েছে , মা পেজটিতে সবার আন্তরিক অংশ নিন , "মা" কে নিয়ে লিখা দিন আর পেজটিতে বন্ধুদের আমন্ত্রণ জানান ! সবার আন্তরিক অংশগ্রহণ এবং প্রচারণা কামনা করছি !


" মা " একটি শব্দের একটি বাক্য। এই জায়গাটায় আবেগ দেখানোর সুযোগ আমাদের খুব কমই হয়ে উঠে । প্রত্যেকেরই নিজ নিজ জায়গা থেকে "মা" এর জন্য শ্রদ্ধা থাকে , সীমাহীন আবেগ থাকে । আমাদের ভার্চুয়াল অস্তিত্ব আজ একটা গুরুত্বপূর্ণ জায়গায় এসে দাঁড়িয়েছে , দুই দিন পর তার অবস্থান আরো শক্তিশালী হবে । আমরা অনলাইনে দেশকে ভালোবাসি , দেশের জন্য , দেশবিরোধী চক্রের বিরুদ্ধে কত কি লিখি ! তার কতটা বাস্তবে প্রভাব ফেলছে সে বিতর্কে যাবোনা , কিন্তু এতটুকু হলফ করে বলতে পারি একটি সহজ ও সুন্দর পদ্ধতিতে আমরা জয় করতে পারি নোংরা কিছু ব্যাপারকে ! কিছুদিন আগে ব্লগার মানিক ভাই মা আমরা তোমাকে ভালবাসি তোমার অপমান আমরা হতে দিব না। ব্লগার ভাই বোনদের সহযোগিতা কামনা করছি। এর এই পোষ্টটির কারনে এই পোষ্টটির অবতারণা । "মা" লিখে গুগলে সার্চ দিলে কিছু চটি পেজের লিঙ্ক চলে আসে , যা খুবই বিব্রতকর এবং বাংলা ভাষাভাষী হিসেবে আমাদের জন্য লজ্জাজনক ও বটে । এই প্রসঙ্গে বলতে গেলে আমাকে একটু স্মৃতিচারণ করতে হয় । কিছুদিন পূর্বে বাংলাদেশী চলচ্চিত্রের উপর লিখতে গিয়ে দুটো অদ্ভূত ব্যাপার লক্ষ করলাম । প্রয়াত সালমান শাহ কে নিয়ে অনলাইনে অনেক কিছুই পেয়েছি , কিন্তু একই সময়ের শক্তিশালী অভিনেতা রাজিবের একটা ছবি পাওয়া খুবই কষ্টকর হয়ে উঠেছে ! রাজিব লিখে সার্চ করলেই মডেল প্রভার কেলেঙ্কারীতে যুক্ত রাজিবের ছবি , ব্লগার থাবা বাবার ছবি পেজের পর পেজে !

সুস্পষ্টভাবে এর জন্য আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারাই দায়ী।
অন্তর্জালের সঠিক ব্যবহার না করার ফলেই এমন কিছু বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় । প্রসঙ্গত নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ সৃষ্টির শুরু থেকেই । কিন্তু তার বিকৃত রূপ যখন আপনার আবেগ অনুভূতিতে আঘাত করবে তখন ও কি আপনি চুপ থাকেন ? আমি বলবো না , চুপ থাকেন না ! পোষ্ট নির্বাচিত পাতায় না গেলে অনেক পোষ্ট দেয়, ফেসবুকের আকাশ পাতাল ভারী করে ফেলে , ব্যাক্তি আক্রমণ করলে সেটার প্রতিবাদে স্ক্রীনশটের বাজার বসিয়ে দেন , দেশবিরোধী চক্রের বিরুদ্ধে অনেককেই ভার্চুয়ালী ফাইট করতেও দেখা যায় ।

তাহলে "মা" লিখে সার্চ দেয়ার পর কেন চটি পেজের লিঙ্ক দেখে এখনো চুপ করে আছেন ? এই পেজগুলার লিঙ্ক কেন গুগলের প্রথম পাতায় থাকে ?
কারণ হতে পারে দুটা -
১ । "মা " নিয়ে পর্যাপ্ত বাংলা আর্টিকেল অনলাইনে নেই , থাকলেও সেগুলোতে হিট নেই ।
২। চটি পেজগুলোতে অনেক হিট ।


দুটো সিস্টেম ই আমরা ভেঙ্গে দিতে পারি । সেটা করতে হবে পুরো কমিউনিটির লোকজন এক হয়ে এবং একটা নির্দিষ্ট পন্থায় । আমার ব্যাক্তিগতভাবে কিছু প্রস্তাবণা আছেঃ
১। এই মাসের ভিতরেই সামুর ব্লগাররা "মা" সংক্রান্ত আর্টিকেল লিখবে , গল্পকাররা "মা" কে শ্রদ্ধা জানিয়ে গল্প লিখবে , কবিরা কবিতা লিখবে ।
তাহলে অনলাইনে কনটেন্টের অভাব হবেনা !
২। শিরোনামে "মা " শব্দটি রাখতে হবে।ভিতরের কন্টেন্টে "মা" শব্দটির আধিক্য কামনা করছি।
৩। লিখলেই হবেনা , আপনাকে চটি পেজের ভিজিটরের সাথে পাল্লা দিয়ে হিট বাড়াতে হবে ! ক্যাচাল পোষ্ট , আঠারো প্লাস পোষ্টে তো হিটের অভাব হয়না , আমার অনুরোধ থাকবে এই সংক্রান্ত পোষ্টগুলো যেই লিখুক না কেন অনলাইনে থাকলে সেই পোষ্টগুলোতে গঠনমূলক কমেন্ট করে পোষ্টটিকে সমৃদ্ধশালী করে তোলার জন্য।
৪। অনেকেরই ফেসবুকে ফলোয়ার আছে অনেক ওনারা যদি এই সংক্রান্ত পোষ্টগুলো শেয়ার করেন তাহলে হিট আরো বাড়বে।
৫। এই মাসের প্রতিদিন যদি দুটা করে পোষ্ট আসে এবং সামুর সব ব্লগাররা যদি পোষ্টগুলোর সাথে থাকেন তাহলে ঈদের পর ই হয়তো অন্য চেহারা দেখা যাবে । ঈদের পর না হোক , এই মাস শেষে আমরা ঐ লিঙ্কগুলোকে ৪র্থ কিংবা ৫ম পাতায় নিয়ে যেতে পারি ।
৬। বিশেষ ভাবে দৃষ্টি আকর্ষণ করছি সামুর সেই ব্লগারদের যাদের পাঠক আছেন অফলাইনে এবং অনলাইনে ।
৭। পুরো ব্যাপারটা চাইলেই সমন্বয় করা যায় , এই পোষ্টেই আলাপ করে (যারা আগ্রহী) ঠিক করে নেয়া যায় কে কবে পোষ্ট দিবে !

কারো কাছে যদি আরো ভালো কোন আইডিয়া থাকে শেয়ার করার অনুরোধ থাকবে , আর পোষ্ট পড়ার পর ঠিক করে ফেলুন কবে "মা" শব্দটি শিরোনামে রেখে পোষ্ট দিবেন ।
পোষ্টে গঠনমূলক আলোচনা এবং সবার অবস্থান জানানোর অনুরোধ রইলো !

আপডেটঃ
ব্লগার মেহেদী হাসান মানিক এবং মাহমুদুল হাসান ০৭ এই দুইজন মিলে প্রাথমিক ভাবে এই সংক্রান্ত
এস ই ও এর কাজ শুরু করছেন এই সোমবার থেকে ! এই ব্যাপারে কেউ ওনাদের সাহায্য করতে চাইলে মানিক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ! বাকী কাজটা খুব সহজ , খুব দ্রুত "মা" এর জন্য ভালো লিখা এবং তাতে পর্যাপ্ত ভিজিট !
যাদের নিজস্ব ওয়ার্ডপ্রেস ব্লগ আছে তারা সেখানে লিখালিখি করতে পারেন এবং কেউ চাইলে ওয়ার্ডপ্রেসে পার্সোনাল ব্লগ বানিয়ে লিখা শুরু করতে পারেন , এবং লিঙ্কগুলো এখানে দিলে মানিক ভাই ওঁ মাহমুদুল ভাই
এস ই ও এর কাজ করবেন লিঙ্কগুলোতে !


"মা " এর প্রতি ভালোবাসা অমলিন হোক !
পোষ্ট আপডেটঃ
এই লিখাগুলো বেশী করে ভিজিট করার অনুরোধ রইলো
বর্বর গৃহকর্তী নয়, মমতাময়ী মা চাই

মা - মা পোষ্টের সংকলন

মা, মাকে নিয়ে একটা দুঃখ স্মৃতি আর মাকে নিয়ে সামুর কিছু মাইনাচীয় পোষ্ট
মা দিবস ব্লগ সঙ্কলন - ২০০৯
সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক
সৃষ্টিকর্তা কেন “মা” বানালেন?

লেখকদের অনুমতির অপেক্ষায় আছি , ওনারা অনুমতি দিলে এই লিখাগুলো ফেসবুক পেজে পোষ্ট করা হবে ওনাদের নামেই ! ঐ পোষ্টগুলোতে সবার আন্তরিক অংশ নেয়া কামনা করছি !

মূল লক্ষ্য অর্জন করতে হলে ফেসবুক পেজটিকে অনেক জনপ্রিয় করতে হবে , আপনাদের সবাইকে পেলে পেজ টিতে পর্যায়ক্রমে এই পোষ্টগুলো লেখকের নাম এবং লিঙ্ক সহ প্রকাশ করা হবে । পেজটিকে প্রমোট করুন , পেজের স্ট্যাটাসগুলো শেয়ার করুন । আর এই সাইটে মা সংক্রান্ত পোষ্টের একটি সংগ্রহশালা তৈরী হবে , একটু কষ্ট করে সবার লিখাগুলো সেখানে পোষ্ট করলে চমৎকার হয় , কেননা সেই সাইটের উপর এস ই ও এর কাজ করা হবে !
সব গুলো প্রচেষ্টায় সবাই উদ্যোগী হলে তিন -চার মাসেই পরিবর্তন চোখে পড়বে !

কাজ টা দুই একজনকে দিয়ে হবেনা , সবাই উদ্যোগী হয়ে সাহায্য করলে প্রথম পাতায় "মা " ফেসবুক পেজের লিখা আসবে , "মা " শিরোনামের ওয়েবসাইটের পোষ্টগুলো আসবে , সামুর পোষ্টগুলো আসবে ! যেহেতু ওয়েবসাইট টি টেকনিক্যালি প্রমোট করার ব্যাবস্থা আছে সবাইকে অনুরোধ করছি সেখানে পোষ্ট করার জন্য (সামুর লিঙ্ক দিয়ে দিবেন পোষ্ট শেষে ) !


আপডেটঃ
একটি ওয়ার্ডপ্রেস সাইট তৈরী করার কথা ছিল , সেটি মুটামুটি রেডি , যারা পোষ্ট দিচ্ছেন বা দিয়েছেন তারা ব্লগের লিঙ্ক সহ
এই সাইটে পোষ্ট করার জন্য অনুরোধ করা যাচ্ছে ! এই সাইট টির পোষ্টগুলোর উপর এস ই ও এর কাজ করা হবে!
পোষ্ট স্টিকি করার জন্য ব্লগ কতৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ! যেহেতু বাংলা ফিল্টারিং এর ব্যাবস্থা নেই , তাই ঐ লিঙ্ক গুলোকে প্রথম তিন চার পাতা থেকে সরিয়ে দেয়ার দায়িত্ব টা আমাদের ! কাজটা খুব সহজ হয়ে যাবে যদি সম্মিলিত ভাবে কাজ করা হয় । সামুতে "মা " কে নিয়ে লিখলে ট্যাগ পূর্ণ করলে আর এইখানে লিঙ্ক দিলে আপডেট করে দিবো , এতে সবাই ঐ পোষ্টগুলোতে কমেন্ট করলে কাজ টা সহজ হয়ে যায় ! আর কারো পার্সোনাল ওয়ার্ডপ্রেস সাইট থাকলে সেখানে "মা" শিরোনামে কিছু লিখলে এখানে লিঙ্ক দেয়ার অনুরোধ থাকলো মানিক ভাই এই লিঙ্ক গুলোর উপরে এস ই ও এর কাজ করবেন ! maamarma.com নামে ডোমেইন কিনে কালকের ভিতরে একটি সাইট বানানোর চেষ্টা করা হচ্ছে । এই নামে ডোমেইন পাওয়া টাফ হতে পারে , তাই কারো কাছে ভিন্ন নাম থাকলে প্রস্তাব করার অনুরোধ রইলো ! সাইট টি রেডী হবার পর সবাই সামুতে আগে পোষ্ট দিয়ে তারপর সাইট টিতে লিখা দেয়ার অনুরোধ রইলো , সামুতে আগে প্রকাশিত বলেই , তাহলে ঐ সাইটের উপর এস ই ও এর কাজ করলে কাজ টা সহজ হয়ে যাবে ! হাসান মাহবুব ভাইয়ের প্রস্তাব অনুযায়ী একটি ফেসবুক পেজ ও তৈরী করা হয়েছে , মা পেজটিতে সবার আন্তরিক অংশ নিন , "মা" কে নিয়ে লিখা দিন আর পেজটিতে বন্ধুদের আমন্ত্রণ জানান ! সবার আন্তরিক অংশগ্রহণ এবং প্রচারণা কামনা করছি !


" মা " একটি শব্দের একটি বাক্য। এই জায়গাটায় আবেগ দেখানোর সুযোগ আমাদের খুব কমই হয়ে উঠে । প্রত্যেকেরই নিজ নিজ জায়গা থেকে "মা" এর জন্য শ্রদ্ধা থাকে , সীমাহীন আবেগ থাকে । আমাদের ভার্চুয়াল অস্তিত্ব আজ একটা গুরুত্বপূর্ণ জায়গায় এসে দাঁড়িয়েছে , দুই দিন পর তার অবস্থান আরো শক্তিশালী হবে । আমরা অনলাইনে দেশকে ভালোবাসি , দেশের জন্য , দেশবিরোধী চক্রের বিরুদ্ধে কত কি লিখি ! তার কতটা বাস্তবে প্রভাব ফেলছে সে বিতর্কে যাবোনা , কিন্তু এতটুকু হলফ করে বলতে পারি একটি সহজ ও সুন্দর পদ্ধতিতে আমরা জয় করতে পারি নোংরা কিছু ব্যাপারকে ! কিছুদিন আগে ব্লগার মানিক ভাই মা আমরা তোমাকে ভালবাসি তোমার অপমান আমরা হতে দিব না। ব্লগার ভাই বোনদের সহযোগিতা কামনা করছি। এর এই পোষ্টটির কারনে এই পোষ্টটির অবতারণা । "মা" লিখে গুগলে সার্চ দিলে কিছু চটি পেজের লিঙ্ক চলে আসে , যা খুবই বিব্রতকর এবং বাংলা ভাষাভাষী হিসেবে আমাদের জন্য লজ্জাজনক ও বটে । এই প্রসঙ্গে বলতে গেলে আমাকে একটু স্মৃতিচারণ করতে হয় । কিছুদিন পূর্বে বাংলাদেশী চলচ্চিত্রের উপর লিখতে গিয়ে দুটো অদ্ভূত ব্যাপার লক্ষ করলাম । প্রয়াত সালমান শাহ কে নিয়ে অনলাইনে অনেক কিছুই পেয়েছি , কিন্তু একই সময়ের শক্তিশালী অভিনেতা রাজিবের একটা ছবি পাওয়া খুবই কষ্টকর হয়ে উঠেছে ! রাজিব লিখে সার্চ করলেই মডেল প্রভার কেলেঙ্কারীতে যুক্ত রাজিবের ছবি , ব্লগার থাবা বাবার ছবি পেজের পর পেজে !

সুস্পষ্টভাবে এর জন্য আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারাই দায়ী।
অন্তর্জালের সঠিক ব্যবহার না করার ফলেই এমন কিছু বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় । প্রসঙ্গত নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ সৃষ্টির শুরু থেকেই । কিন্তু তার বিকৃত রূপ যখন আপনার আবেগ অনুভূতিতে আঘাত করবে তখন ও কি আপনি চুপ থাকেন ? আমি বলবো না , চুপ থাকেন না ! পোষ্ট নির্বাচিত পাতায় না গেলে অনেক পোষ্ট দেয়, ফেসবুকের আকাশ পাতাল ভারী করে ফেলে , ব্যাক্তি আক্রমণ করলে সেটার প্রতিবাদে স্ক্রীনশটের বাজার বসিয়ে দেন , দেশবিরোধী চক্রের বিরুদ্ধে অনেককেই ভার্চুয়ালী ফাইট করতেও দেখা যায় ।

তাহলে "মা" লিখে সার্চ দেয়ার পর কেন চটি পেজের লিঙ্ক দেখে এখনো চুপ করে আছেন ? এই পেজগুলার লিঙ্ক কেন গুগলের প্রথম পাতায় থাকে ?
কারণ হতে পারে দুটা -
১ । "মা " নিয়ে পর্যাপ্ত বাংলা আর্টিকেল অনলাইনে নেই , থাকলেও সেগুলোতে হিট নেই ।
২। চটি পেজগুলোতে অনেক হিট ।


দুটো সিস্টেম ই আমরা ভেঙ্গে দিতে পারি । সেটা করতে হবে পুরো কমিউনিটির লোকজন এক হয়ে এবং একটা নির্দিষ্ট পন্থায় । আমার ব্যাক্তিগতভাবে কিছু প্রস্তাবণা আছেঃ
১। এই মাসের ভিতরেই সামুর ব্লগাররা "মা" সংক্রান্ত আর্টিকেল লিখবে , গল্পকাররা "মা" কে শ্রদ্ধা জানিয়ে গল্প লিখবে , কবিরা কবিতা লিখবে ।
তাহলে অনলাইনে কনটেন্টের অভাব হবেনা !
২। শিরোনামে "মা " শব্দটি রাখতে হবে।ভিতরের কন্টেন্টে "মা" শব্দটির আধিক্য কামনা করছি।
৩। লিখলেই হবেনা , আপনাকে চটি পেজের ভিজিটরের সাথে পাল্লা দিয়ে হিট বাড়াতে হবে ! ক্যাচাল পোষ্ট , আঠারো প্লাস পোষ্টে তো হিটের অভাব হয়না , আমার অনুরোধ থাকবে এই সংক্রান্ত পোষ্টগুলো যেই লিখুক না কেন অনলাইনে থাকলে সেই পোষ্টগুলোতে গঠনমূলক কমেন্ট করে পোষ্টটিকে সমৃদ্ধশালী করে তোলার জন্য।
৪। অনেকেরই ফেসবুকে ফলোয়ার আছে অনেক ওনারা যদি এই সংক্রান্ত পোষ্টগুলো শেয়ার করেন তাহলে হিট আরো বাড়বে।
৫। এই মাসের প্রতিদিন যদি দুটা করে পোষ্ট আসে এবং সামুর সব ব্লগাররা যদি পোষ্টগুলোর সাথে থাকেন তাহলে ঈদের পর ই হয়তো অন্য চেহারা দেখা যাবে । ঈদের পর না হোক , এই মাস শেষে আমরা ঐ লিঙ্কগুলোকে ৪র্থ কিংবা ৫ম পাতায় নিয়ে যেতে পারি ।
৬। বিশেষ ভাবে দৃষ্টি আকর্ষণ করছি সামুর সেই ব্লগারদের যাদের পাঠক আছেন অফলাইনে এবং অনলাইনে ।
৭। পুরো ব্যাপারটা চাইলেই সমন্বয় করা যায় , এই পোষ্টেই আলাপ করে (যারা আগ্রহী) ঠিক করে নেয়া যায় কে কবে পোষ্ট দিবে !

কারো কাছে যদি আরো ভালো কোন আইডিয়া থাকে শেয়ার করার অনুরোধ থাকবে , আর পোষ্ট পড়ার পর ঠিক করে ফেলুন কবে "মা" শব্দটি শিরোনামে রেখে পোষ্ট দিবেন ।
পোষ্টে গঠনমূলক আলোচনা এবং সবার অবস্থান জানানোর অনুরোধ রইলো !

আপডেটঃ
ব্লগার মেহেদী হাসান মানিক এবং মাহমুদুল হাসান ০৭ এই দুইজন মিলে প্রাথমিক ভাবে এই সংক্রান্ত
এস ই ও এর কাজ শুরু করছেন এই সোমবার থেকে ! এই ব্যাপারে কেউ ওনাদের সাহায্য করতে চাইলে মানিক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ! বাকী কাজটা খুব সহজ , খুব দ্রুত "মা" এর জন্য ভালো লিখা এবং তাতে পর্যাপ্ত ভিজিট !
যাদের নিজস্ব ওয়ার্ডপ্রেস ব্লগ আছে তারা সেখানে লিখালিখি করতে পারেন এবং কেউ চাইলে ওয়ার্ডপ্রেসে পার্সোনাল ব্লগ বানিয়ে লিখা শুরু করতে পারেন , এবং লিঙ্কগুলো এখানে দিলে মানিক ভাই ওঁ মাহমুদুল ভাই
এস ই ও এর কাজ করবেন লিঙ্কগুলোতে !


"মা " এর প্রতি ভালোবাসা অমলিন হোক !
পোষ্ট আপডেটঃ
এই লিখাগুলো বেশী করে ভিজিট করার অনুরোধ রইলো
বর্বর গৃহকর্তী নয়, মমতাময়ী মা চাই

মা - মা পোষ্টের সংকলন

মা, মাকে নিয়ে একটা দুঃখ স্মৃতি আর মাকে নিয়ে সামুর কিছু মাইনাচীয় পোষ্ট
মা দিবস ব্লগ সঙ্কলন - ২০০৯
সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক
সৃষ্টিকর্তা কেন “মা” বানালেন?

লেখকদের অনুমতির অপেক্ষায় আছি , ওনারা অনুমতি দিলে এই লিখাগুলো ফেসবুক পেজে পোষ্ট করা হবে ওনাদের নামেই ! ঐ পোষ্টগুলোতে সবার আন্তরিক অংশ নেয়া কামনা করছি !
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০০
৩৭৫ বার পঠিত
১৬৮টি মন্তব্য ১৬৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভিসা বন্ধ করায় ভারতকে ধন্যবাদ।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৩



ভারত ইদানীং ভিসা দিচ্ছেনা; তারা ভিসা না দিয়ে আমাদেরকে শিক্ষা দিতে চায়! তাদের করদ রাজ্য হাতছাড় হওয়া খুবই নাখোশ, এতোই নাখোশ যে মোদী মিডিয়া দিনরাত বয়ান দিচ্ছে এই দেশে... ...বাকিটুকু পড়ুন

ভারতের চিকিৎসা বয়কট এবং

লিখেছেন পবন সরকার, ০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৫৬


ভারতের এক হাসপাতাল ঘোষণা দিয়েছে বাংলাদেশের কোন রুগিকে তারা চিকিৎসা দিবে না। কিন্তু মজার ব্যাপার হলো যে হাসপাতাল থেকে এই ঘোষণা দেয়া হয়েছে সেই হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য বাংলাদেশের... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত হয়েছিল দেশ

লিখেছেন শাহ আজিজ, ০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১৩






চামচা পুঁজিবাদ থেকে দেশ চোরতন্ত্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, আমলা, রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা মিলে চোরতন্ত্র করেছে।

সোমবার... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে তবে............

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৪২


শেখ হাসিনাকে বাংলাদেশে বিচারের জন্য ভারতের কাছে ফেরত চাইতে হলে অবশ্যই বাংলাদেশকে প্রতিহিংসামূলক বিচারপদ্ধতি বাদ দিতে হবে। বিচারে শেখ হাসিনা যাতে ন্যায় বিচার পান বাংলাদেশকে আগে তা নিশ্চয়তা... ...বাকিটুকু পড়ুন

ভারত সোনার ডিম পাড়া হাঁস হারিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৫২



শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র-অপপ্রচার করছেন। ভারত চাচ্ছে বাংলাদেশে একটি অশান্তি হোক। কারণ ভারত একটি মসনদ হারিয়েছে। সোনার ডিম পাড়া হাঁস হারিয়েছে।

আওয়ামী লীগ প্রতিদিন একটি সোনার ডিম পেড়ে নরেন্দ্র... ...বাকিটুকু পড়ুন

×