শিরনামহীন
কবিতায় কি লিখব বল
পাইনা খুজে ভাষা,
জীবন নামের রেল গাড়িটা
চলছে ভাসা ভাসা।
চলার পথে নানান বাধাঁ
আসছে ধেয়ে ধেয়ে,
তবুও যে চলতে হবে
স্রোতের গতি বেয়ে।
উচুঁ নিচুঁ পথ পেরিয়ে
চলছে সোজা পথে,
হঠাৎ দেখি সন্ধ্যা মনি
ঘনিয়ে এলো শেষে।
ষ্টেশনের অনেক বাকি
ক্লান্ত মনে ভাবি,
থেমে থেমে পথ পারি দেই
নিঃশ্ব আমি কবি।
বাকিটুকু পড়ুন
৯ টি
মন্তব্য ১০৯ বার পঠিত ২