যদিও আমার পছন্দ চরম খারাপ, গণহারে মাইনাস পাবো জানি, তার পরও পোষ্ট টা না দিয়ে পারলাম না

১. পছন্দ হয় কিনা দেখেনতো


২. কালারটা হালকা হলেও আমার কাছে কিন্তু ভালই লেগেছে

৩. আমাকে না মানালেও দেখতে কিন্তু খারাপ না, কি বলেন


৪. লাল-কালো সব সময়ই ভাল লাগে

৫. আহামরি কিছুনা তার পরেও কেন জানি বেশ ভাল লাগল

৬. চরম গরমে এটা মনে হয় খুব একটা খারাপ হবে না

৭. এটা পড়লে কিন্তু কমলা সুন্দরী হওয়া যাবে


৮. খুব ভাল না লাগলেও খারাপ লাগে নাই। পড়লে মনে হয় বেশ লাগবে(কিন্তু ছোট হাতা)

৯. ড্রেসের সাথে ত কালেন দুল ও চাই


আরিয়ানা আপু আমার একটা পোষ্টে বলেছিলেন আপুকে নাকি অনেক দিন কেউ ঈদের ড্রেস কিনে দেয় না। তাই আপু আপনার জন্যে একটা গিফট রইল। পছন্দ মত নিয়ে যাবেন কিন্তু


বি:দ্র: ভাইয়াদের বলছি নিষেধ করা সত্বেও যারা ঢুকে পড়েছেন, ভাবী(আপনাদের আপন বউ)


সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৪২