এ এক অন্যরকম প্রতিবাদ!
মার্চ ফর গা'জা কে কেন্দ্র করে সব বিবাদ বিভেদ ভুলে পুরো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় জমায়েতের রেকর্ড এখন বাংলাদেশের। লাখো লাখো জনতার স্লোগানে আকাশ বাতাস কেঁপে উঠছে। পুরো বিশ্বের চোখ আজ বাংলাদেশের দিকে ফেরাতে বাধ্য। এ এক অন্য রকম ঐক্য এবং ভালবাসার প্রতীক হয়ে থাকবে!
