শুধু শুধু একটা কীবোর্ড কেন কিনলাম!
গত বৃহস্পতিবার সকাল থেকে একটা লেখা এডিট করতে হচ্ছিল বেশ লম্বা সময় ধরে। একটু বিরক্ত ছিলাম কারণ এই কাজ আমাকে কয়েকবার করে করতে হচ্ছিল। কয়েকবার ফেরত এসেছিল। আর তখনই আমার কীবোর্ডের দুই-তিনটা সুইচ ঠিকমতো কাজ করছিল না। এই কারণে মেজাজটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিল। একটা শব্দ ঠিকমতো... বাকিটুকু পড়ুন
