হায় প্রেম

লিখেছেন মিথুন আহমেদ, ০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৪

কলেজ জীবন
রোমিও হলাম,
লেখা পড়ার কথা
ভুলে গেলাম।

চারপাশে সুন্দরী
প্রেম প্রস্তাব,
অপেক্ষায় থাকি
মন আনচান।

প্রেম শুরু
ক্লাস ফাঁকি,
উপযুক্ত জায়গা
পার্কের বেঞ্চি।

সিনেমা,রেস্তোরা
কিংবা মার্কেটে
দেরী হলে শুনি
প্রেমিকার থ্রেট।

প্রেম চলে
চুপিসারে,
মিষ্টি কথায়
মন ভুলিয়ে।

অবশেষে একদিন
প্রেমিকার প্রস্থান,
জীবন যেন
অমাবস্যার আধাঁর।

খোঁচা দাড়ি
অল্প মাতলামি,
নেশায় বিভোর
নষট আমি।
বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৫ বার পঠিত     like!