মেঘের চিঠি - ২৫
আকাশটা মেঘলা করে আছে আজ। মনে হচ্ছে যেন মুখ ঘোমড়া করে আছে কারো উপর অভিমান করে। হয়তো সূর্যদেবের উপর। কাল অমন বলা নেই কওয়া নেই টুপ করে ডুব দিল যে! তার নাকি ঘুম পেয়েছে। সারাদিন রোদ বিলাতে বিলাতে সে নাকি ভীষণ ক্লান্ত। কিন্তু তাই বলে সন্ধ্যাগগনের সাথে দুয়েকটা দুঃখ-সুখের কথা... বাকিটুকু পড়ুন