






তৃতীয় বিশ্বযুদ্ধের মূল কারণ নাকি হবে পানি - এমন কথা অনেক রাজনৈতিক বিশ্লেষক বলে এসেছেন গত কয়েক দশক ধরে। কিন্তু আঞ্চলিক পানি-সংঘর্ষের সমাধান খুব সহজেই লাভ করা সম্ভব। উজানের দেশ যেমন সমুদ্রে যেতে চাইবে তেমনি ভাটির দেশ পানি পেতে চাইবে বাঁধহীন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর জন্য বাংলাদেশের সমুদ্র বন্দর সবচেয়ে সাশ্রয়ী এবং বাংলাদেশের জন্য বিপুল বৈদেশিক মুদ্রা উপার্জনের সহজ উপায়। অন্যদিকে এর বিনিময়ে ভারত উন্মুক্ত করে দিতে পারে যৌথনদীগুলো। টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে আমাদের সোচ্চার অংশগ্রহণ সেই সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। প্রতিবাদের অংশ হিসাবে লোকাল টকের তৈরী কিছু লোগো ও ব্যানার দিলাম। ইচ্ছেমত ব্যবহার করতে পারেন - আপনার কণ্ঠকে তুলে ধরুন টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে!
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১১ সকাল ৮:৪৮