বিগত কয়েকদিন যাবত মালয়েশিয়ায় যা হচ্ছে টুকে রাখুন, জনপ্রিয় ব্লগার এবং রাজনৈতিক পর্যবেক্ষক ৫৮ বছর বয়সী রাজা পেত্রা কামারুদ্দিনকে একটা পোস্ট লেখার জন্য রাজদ্রোহীঅভিযুক্ত করে বিচারের পরে জেলে প্রেরণ করা হয়েছে।
ব্লগাররা সামাজিক অস্থিরতা তৈরী করতে পারে এ নিয়ে যদি মালয়েশিয়ার সরকার আদৌ দুশ্চিন্তা করে থাকতেন তবে সেটা এখন তারা দেখতে পাচ্ছেন। মনে রাখবেন, এটা এমন একটা দেশ যেখানে যে কোন রাজনীতিবিদ যদি তাদের খাশীর মাংশের মত মূল্যও থাকে একটা ব্লগ খুলে বসেন, এমনকি অনেক পুরাতন ছাগলও এখন ব্লগ লেখে - জেফ উই এমন একজন মালয়েশিয়ান যে এই ধরণের ব্লগ দ্রুতগতিতে এগিয়ে নিয়েছেন এবং সংসদে সংস্কারের দাবী তোলার কথা সাম্প্রতিক নির্বাচনেও বলেছেন।
প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের বহুল পঠিত একটা ব্লগ আছে, যেমন আছে প্রধানমন্ত্রী হতে আশাবাদী আনোয়ার ইব্রাহীমেরও।
“তারা তাদের ব্লগ তৈরী করছেন এবং আমাদের ব্লগ বন্ধ করার চেষ্টা চালাচ্ছেন”
অনলাইন ও এর বাইরে মালয়েশিয়ায় রাজা হচ্ছেন স্পষ্টভাষীদের মধ্যে একজন, সুতরাং অবশ্যই অনুরোধ করবো জনগনের জন্য উপস্থাপিত তার বক্তব্য আপনি দেখে নেবেন যা তার সাজার ঠিক পরপরই গোপন স্থান থেকে মালয়েশিয়ান সিটিজেন মিডিয়া, মালয়সিয়াকিনি ভ্লগ (ভিডিও লগ) করেছে:
রাজা পেত্রার (অথবা আরপিকে) মামলা সংসদেও আলোচিত হয়েছে। ব্লগার সংসদ সদস্যরা এটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ক্ষমতাসীন জোট সরকারের প্রতিশোধ হিসেবে অভিহিত করেছেন যারা সাম্প্রতিক নির্বাচনে ব্যাপক আসন হারিয়েছে। অন্যদিকে প্রথমবারের মত জনপ্রিয় ব্লগারদের বিজয়ী আসন দেখেছে ক্রমবর্ধমান স্বচ্ছতা এবং উপনিবেশ পরবর্তী বর্ণ অঙ্গীভূতকারী মঞ্চে।
মালয়েশিয়ান স্টার একটা বিষয় চিহ্নিত করেছে, এই প্রথম কোন একজন ব্লগার রাজদ্রোহ আইনে অভিযুক্ত হলেন, এবং আরপিকে এখন ১৫০০ ডলারের উপরে জরিমানা এবং/অথবা তিন বছর কারাদণ্ড ভোগ করতে হতে পারে।
আরপিকে ব্লগের একটা মন্তব্য নিয়ে ব্যবসায়ী সৈয়দ আকবর আলী রাজদ্রোহের যে অভিযোগ উত্থাপন করেছেন সেখানে আইনের ঠিক কোন অংশ আরপিকে অমান্য করেছেন তার কোন ব্যাখ্যা ব্যতিরেকেই সে অভিযোগের ভিত্তিতে বিচারকার্য পরিচালনা করা হয়েছে।
বহু-জাতি স্বত্তা সংস্কারপন্থী লবিং গ্রুপ আলিরান রাজদ্রোহ আইনের কিছু অংশ পর্যালোচনা করে দেখেছে এবং তাদের মর্মপীড়া ব্যক্ত করেছে এই বলে যে এটা মানহানির অভিযোগ ছাপিয়ে এখন অন্য কিছুই হয়ে গেছে।
বৃহস্পতিবার সকালে, যার জন্য আরপিকের জরিমানা হচ্ছে তার পাঠকরা সে থেকেও অনলাইনকে আরো উচ্চতায় নিয়ে গেছেন এবং আজও সংবাদ এসেছে যে রাজা পেত্রা অনশন শুরু করেছেন, এমনকি নিজের স্ত্রীর সাথে দেখা করতেও অস্বীকার করেছেন।
সানগাই বুলোহ কারাগারের সামনে মুক্তির জন্য মোমবাতি নিয়ে রাত্রি জাগরণ অনুষ্ঠিত হয়েছে এবং আজকে রাত আটটায় আবারও কুয়ালালামপুরের ডাউনটাউনে নিশি জাগরণ অনুষ্ঠিত হবে।
আরকেপির মুক্তির জন্য তৈরী ফেসবুকের একটা গ্রুপ আজকে প্রচার করবে, এবং সেখানে একটি সম্পূর্ণ সেট ছবি পাওয়া যাবে, যার মধ্যে তাকে সমর্থণের জন্য নিজেদের ব্লগে স্থাপনযোগ্য ব্যাজ্ থাকবে।
এই সবকিছুর কেন্দ্রে রয়েছে এখনও সাবেক মডেল ও বহুভাষিক মঙ্গোলিও আলটানতুয়ার হত্যাকান্ড; যার সুবিচার দাবীকৃত রাজা পেত্রার একটা ব্লগ সম্প্রতি ব্যাপক বিস্তৃত হয়েছিল; যেভাবে এর সূচনাটা হয়:
আজকে আমাদের রাজনীতি নিয়ে কথা বলা ঠিক হবে না। আমরা বর্ণ বা ধর্ম নিয়েও কথা বলবো না। আজকে আমরা মানবীয় বিষয় নিয়ে কথা বলবো। আজ চলুন আমরা আলোচনা করি কিভাবে “আলটানতুয়ার জন্য সুবিচার: মালয়েশিয়ার মহত্ব পুন:সংরক্ষণ” ক্যাম্পেইন শুরু করা যায়। এবং আসুন আলটানতুয়াকে হত্যাকারী বেজন্মাদের জাহান্নামে নিক্ষেপ করি, যা তাদের জন্যই।
এ বছর জুনে বুদাপেস্টে অনুষ্ঠীতব্য গ্লোবাল ভয়েসেস এডভোকেসি সামিটে বক্তৃতা প্রদানের জন্য জনাব কামরুদ্দিনকে আমন্ত্রণ করা হয়েছিল, এখনও যা বহাল আছে।
উৎসঃ গ্লোবালভয়েসে জন কেনেডির লেখা Malaysia: Vigil for jailed blogger Raja Petra this evening পোস্টটির অনুবাদ।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০০৮ সকাল ৮:৩৯