সূর্যের সাথে সখ্যাত তাই বিনিদ্র রাত্রিভর; দেহের পাশে মুক্তিযুদ্ধ, কখনও ধর্ম, কখনও রাজনীতি, তবু রাত্রি হয়ে যায় ভোর। একা বসে থাকে শুভ তন্দ্রাহত; আগুনের পরশমনির তাৎপর্য্য অপৃথক থাকে। শুভর জীবনকাহিনী থেকে কাজী আনোয়ার হোসেন ধার করেছেন অনেক ঘটনা; এমন বৈচিত্রময় তার নিত্যদিন। সেই শ্রদ্ধেয় শুভ আমাদেরকে তার ইচ্ছে, অনুভূতি আর ভাবনার কথা জানাবেন। জিঞ্জেস করুন কি জানতে চান আর কি জানাতে চান।
সময়টা বড়ই কর্কশ; বিশ্রী করাঁতে কাটছে বোধের সাম্রাজ্য। এর মাঝে শুভ - এক পশলা বৃষ্টির মত আমাদেরকে ভাবায়, ভাবতে বাধ্য করে তার অতুলনীয় লেখনী দিয়ে - একদম ভিজিয়ে দিয়ে। সাক্ষাতকার দেয়াতে তার বড়ই অনীহা - কিন্তু আমিও নাছোরবান্দা। পিয়াল ভাই হুমকী দিয়েছেন যদি শুভ প্রশ্নের উত্তর না দেন তবে তার আসল রহস্য ফাঁস করে দেবেন; সে ভরসায় রহস্য নিয়ে কোন প্রশ্ন করার জন্যই আজকে তাকে তুলে দিচ্ছি আপনাদের হাতে - যদিও কাজটা সীমারের মত হয়ে গেল!
মাফ চাই শুভমের, দোয়া চাই ব্লগারের!!