"আগুনের পরশমনি" সাক্ষাতকার ভিত্তিক এ লাইভ আয়োজনে সাদিকের সাথে তার মিস্টিক কাব্যপুরাণ নিয়ে আমাদের খোলামেলা আলোচনা হবে- যার মাধ্যমে আমরা অন্বেষণ করবো তার একান্ত ব্যক্তিগত কিছু অনুভতি - দেশ নিয়ে, মানুষ নিয়ে, ধর্ম নিয়ে। বিষয় হিসাবে থাকবে ডাইভারসিটি - আলোচনার ভাষা হতে হবে সংযত তবে অপ্রাসাংগিক বিষয়কে এড়িয়ে যেতে হবে সযতনে।
আপনারা প্রশ্ন করবেন - উত্তর দেবেন সাদিক। পুরো ব্যাপারটাই লাইভ। আর আমি থাকবো কোন অনভিপ্রেত শব্দ বা প্রশ্নের উচ্চারণ ঘটলে সেটাকে গলা টিপে মারতে। তবে সাক্ষাতকারের সীমারেখা 200 মন্তব্য পর্যন্ত। এর পরে গেলে স্ক্রলিং এ পাঠক খেই হারিয়ে ফেলেন। তবে যদি আরো প্রশ্ন রয়ে যায় সেখান থেকে দ্বিতীয় কিস্তিশুরু হবে।
স্বপ্নে ছিল দুই ঠ্যাংওয়ালা মিস্ত্রি; কপালে ছিল মাও সেতুং এর লাল ফ্লাগ - মৃতু্য, সাহস ভরা জীবনের জয়গান! এমন মৃতু্যঞ্জয়ীর বড় অভাব এইকালে। মানুষ এখন বুঝে গেছে তাকে মরতেই হবে - মরার আগে তবে কেন সেধে সেধে মৃতু্যবানে চুকাবে হিসেব - তবুও কারো নিরলস প্রচেষ্টা সরূপটাকে মনে করিয়ে দেয় - বাঁচার নামই জীবন নয়; নানাবিধ মিস্টিসিজম নিয়ে এক একটা জীবন আরো অপার সৌন্দযর্্যমুখর - হতে পারে সাদিক মোহাম্মদ আলম কে বোঝানোর জন্য কোন উপমাই যথেস্ট নয়, তবুও আমার মনে হয় ভালোবাসা আর মুক্তচিনত্দায় দৃঢ় অবস্থান ও তা সমুন্নত রাখার প্রায়াস তাকে অনেকের থেকে অনন্য করেছে - তার পাঠক মাত্রই এ কথা বুঝতে পারবেন স্পষ্ট। পিয়ালের ব্যাপারে যদি বলা হয় কি যেন হওয়ার কথা ছিল; হয় নাই তবে সাদিকের ব্যাপারে বলা চলে যা হওয়ার দরকার ছিল তাই হতে চলেছে!
তাহলে শুরু করা যাক রেডি..1.2.3...........